ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় গণপিটুনিতে কৃষক সেজাব আলী নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলাটি করেন।
নিহত সেজাব আলী উপজেলার কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামে বসবাস করে আসছিলেন। তাঁর পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।
মামলায় উল্লেখ করা হয়েছে, জমিসংক্রান্ত এবং শত্রুতার জের ধরে আসামিরা কৃষক সেজাব আলীকে বসতঘর থেকে টেনেহিঁচড়ে বের করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কুলকান্দী যমুনা নদীর দুর্গম জিগাতলা গ্রামে বিশেষ অভিযান চালায় ইসলামপুর থানার পুলিশ।
গণপিটুনি দিয়ে তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা।
পুলিশে সোপর্দ করা ব্যক্তিরা হলো—জিগাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে ইসমাইল, দেলবার আলীর ছেলে সুরমান আলী এবং কৃষক সেজাব আলী। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
প্রথমে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে সেতাব আলী এবং ইসমাইলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন সেজাব আলী মারা যান। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ইসমাইলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এসব ঘটনায় ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন।
গণপিটুনির শিকার হয়ে নিহত সেতাব আলীর ছেলে সুজন মিয়া অভিযোগ করে বলেন, ‘বাবাকে পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষের লোকজন মারধর করেছে। অন্যায় কাজের প্রতিবাদ করার কারণেই ডাকাতেরা বাবাকে মেরেছে। এ ছাড়া পুলিশ সময়মতো বাবাকে চিকিৎসা করিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা জরুরি। আমাদের কাছে সন্দেহ হচ্ছে, বাবাকে যথাসময়ে হাসপাতালে পাঠায়নি পুলিশ। আমরা ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি করছি।’
সুজন মিয়া আরও বলেন, ‘বাবাকে হত্যার ঘটনায় ইসলামপুর থানায় মামলা করেছি। শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাবাকে পিটিয়ে হত্যা করেছে। বাবা নিরপরাধ মানুষ ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিল না।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামে হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’
পুলিশের উপস্থিতিতেই সেতাব আলীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ওসি।
জামালপুরের ইসলামপুর উপজেলায় গণপিটুনিতে কৃষক সেজাব আলী নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলাটি করেন।
নিহত সেজাব আলী উপজেলার কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামে বসবাস করে আসছিলেন। তাঁর পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।
মামলায় উল্লেখ করা হয়েছে, জমিসংক্রান্ত এবং শত্রুতার জের ধরে আসামিরা কৃষক সেজাব আলীকে বসতঘর থেকে টেনেহিঁচড়ে বের করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কুলকান্দী যমুনা নদীর দুর্গম জিগাতলা গ্রামে বিশেষ অভিযান চালায় ইসলামপুর থানার পুলিশ।
গণপিটুনি দিয়ে তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা।
পুলিশে সোপর্দ করা ব্যক্তিরা হলো—জিগাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে ইসমাইল, দেলবার আলীর ছেলে সুরমান আলী এবং কৃষক সেজাব আলী। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
প্রথমে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে সেতাব আলী এবং ইসমাইলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন সেজাব আলী মারা যান। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ইসমাইলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এসব ঘটনায় ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন।
গণপিটুনির শিকার হয়ে নিহত সেতাব আলীর ছেলে সুজন মিয়া অভিযোগ করে বলেন, ‘বাবাকে পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষের লোকজন মারধর করেছে। অন্যায় কাজের প্রতিবাদ করার কারণেই ডাকাতেরা বাবাকে মেরেছে। এ ছাড়া পুলিশ সময়মতো বাবাকে চিকিৎসা করিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা জরুরি। আমাদের কাছে সন্দেহ হচ্ছে, বাবাকে যথাসময়ে হাসপাতালে পাঠায়নি পুলিশ। আমরা ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি করছি।’
সুজন মিয়া আরও বলেন, ‘বাবাকে হত্যার ঘটনায় ইসলামপুর থানায় মামলা করেছি। শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাবাকে পিটিয়ে হত্যা করেছে। বাবা নিরপরাধ মানুষ ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিল না।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামে হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’
পুলিশের উপস্থিতিতেই সেতাব আলীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ওসি।
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে...
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
৫ ঘণ্টা আগেকক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৭ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৮ ঘণ্টা আগে