Ajker Patrika

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০: ০৩
পুলিশ কর্মকর্তা রুস্তম আলী। ছবি: সংগৃহীত
পুলিশ কর্মকর্তা রুস্তম আলী। ছবি: সংগৃহীত

ডিউটি শেষে থানায় ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছা থানার পুলিশ কর্মকর্তা রুস্তম আলী (৪২) ট্রাকচাপায় মারা গেছেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রুস্তম আলী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্চ গ্রামের রমজান আলী ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেল নিয়ে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রামভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেরটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, রুস্তম আলী গত বছরের ১৬ মার্চ মুক্তাগাছায় যোগদান করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত