নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলা মগড়া নদী থেকে এক বৃদ্ধা ও তাঁর নাতনির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে বের হয়েছিলেন। আজ বুধবার সকালে নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার খলিশাউড়া ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও তাঁর নাতনি লিজা আক্তার (৭)।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফাতেমা বেগম তাঁর শিশু নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামের উদ্দেশে রওনা দেন। তাঁদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। কিন্তু দীর্ঘ সময়েও তাঁরা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তাঁর ভাই লিটন মিয়াকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেন।
রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের লাশ নদীতে ভাসতে দেখেন তাঁর স্বজনেরা। এ সময় সাত বছরের লিজাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নদীতে জাল ফেলে রাত পৌনে ১টার দিকে লিজার লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় কোনোভাবে ভারসাম্য হারিয়ে তাঁরা পানিতে পড়ে মারা যান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার পূর্বধলা উপজেলা মগড়া নদী থেকে এক বৃদ্ধা ও তাঁর নাতনির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে বের হয়েছিলেন। আজ বুধবার সকালে নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার খলিশাউড়া ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও তাঁর নাতনি লিজা আক্তার (৭)।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফাতেমা বেগম তাঁর শিশু নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামের উদ্দেশে রওনা দেন। তাঁদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। কিন্তু দীর্ঘ সময়েও তাঁরা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তাঁর ভাই লিটন মিয়াকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেন।
রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের লাশ নদীতে ভাসতে দেখেন তাঁর স্বজনেরা। এ সময় সাত বছরের লিজাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নদীতে জাল ফেলে রাত পৌনে ১টার দিকে লিজার লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় কোনোভাবে ভারসাম্য হারিয়ে তাঁরা পানিতে পড়ে মারা যান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের শ্রীবরদীতে ৬৫ বছরের একটি পুরোনো রাস্তা প্রভাবশালী দুই ভাই বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এই মানববন্ধন হয়।
১ সেকেন্ড আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আসছেন তাঁরা। এদিন বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন তাঁরা।
৮ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করে ইটভাটায় পুঁতে রাখার দায়ে সাবেক প্রেমিক রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেরাষ্ট্রীয় শোক পালন শেষে আগামীকাল বুধবার (২৩ জুলাই) আবারও চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় এ দিন বেলা ১১টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
২৩ মিনিট আগে