Ajker Patrika

চাঁদপুরে এনসিপির পদযাত্রা আগামীকাল বুধবার

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২১: ০২
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রীয় শোক পালন শেষে আগামীকাল বুধবার (২৩ জুলাই) আবারও চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় এ দিন বেলা ১১টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।

এতে বলা হয়, এই পদযাত্রা চাঁদপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে যাচ্ছে, যা আগামী দিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।

চাঁদপুরে অনুষ্ঠানের সূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বেলা ১১টায় বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, বেলা ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন।

বেলা ২টায় শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে চাঁদপুরের কর্মসূচি।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ইশরাত জাহান বিন্দু, চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো. মাহাবুব আলম প্রমুখ।

এনসিপির পদযাত্রার বিষয়ে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, সারা দেশে এনসিপি পদযাত্রা করে আসছে। চাঁদপুরেও এই সংগঠনের নেতারা আসবেন। তাঁদের এই পদযাত্রা ও পথসভা যাতে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য জেলা পুলিশের সবগুলো ইউনিট কাজ করবে। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও থাকবেন।

পুলিশ সুপার আরও বলেন, ‘চাঁদপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকব। আশা করছি, কোনো ধরনের সমস্যা হবে না।’

আজ বিকেল থেকেই দেখা গেছে শহরজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত