মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে চুরির ঘটনা। পুলিশে অভিযোগ-মামলা দিয়ে কোনো কাজ হচ্ছে না। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চুরি। শেষে বাধ্য হয়ে নিজেদের ঘর রক্ষায় চুরি ঠেকানোর উপায় খুঁজতে একত্র হন নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে এলাকাবাসী।
জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের সম্প্রতি চুরির ঘটনা বেড়ে গেছে। গত কয়েক মাসে অর্ধশতাধিক বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটার পর শনিবার বিকেলে মাইলোড়া খোলার মাঠ সংলগ্ন একটি দোকানে বসে চুরি ঠেকানোর উপায় নিয়ে আলোচনা করেন এলাকাবাসী।
আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুল হান্নান রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, শিক্ষক গোলাম হায়দার, শিক্ষক টিটু, শিক্ষক আল আমিন, মঞ্জুরুল হক, আলহাজ মিয়া, পাবেল রহমান, তান্না, সমাপ্ত, সৈয়দ সৈকতসহ এলাকার অনেকে।
এলাকাবাসী বলেন, প্রতিদিন নতুন নতুন এলাকার কোনো না কোনো একজনের বাসায় চুরি হচ্ছে। বিট পুলিশ থাকলেও তারা তেমন কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। আগে রাতে পুলিশের টহল ছিল, এখন তেমন একটা নেই। এসব ঘটনার পর থানায় মামলা হয়েছে কিন্তু চোর ধরা পড়েনি। দিনকে দিন চুরির ঘটনা বেড়েই যাচ্ছে। তাই নিজেরাই চুরি ঠেকানোর উপায় বের করতে একত্র হয়েছি।
আলোচনা শেষে তারা সিদ্ধান্ত নেন, জনপ্রতি টাকা তুলে নৈশপ্রহরীর ব্যবস্থা করা ও সামর্থ্য অনুযায়ী বাসায় সিসি ক্যামেরা লাগানো। পাশাপাশি এলাকার মাদকসেবীদের তথ্য পুলিশকে অবহিত করা। মাদকের জন্যই চুরি বেড়েছে বলে তাঁরা মনে করেন।
চুরির ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, মাদক আর চুরির বিষয়টি একসূত্রে গাঁথা। কারণ অল্পবয়সী ছেলেরা নেশার টাকার জন্য চুরি করে। এ পর্যন্ত আমরা পাঁচজন চোর ধরেছি। তাদের সবার বয়স আঠারোর চেয়ে কম।
তিনি আরও বলেন, এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানাই। আমি আগেও বলেছি শুধু পুলিশের একার পক্ষে চুরি ঠেকানো সম্ভব নয়। সবাই মিলে চুরি ঠেকানো সম্ভব। এ বিষয়ে আমরাও তাঁদের সঙ্গে সব ধরনের সহযোগিতা করব।
এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে চুরির ঘটনা। পুলিশে অভিযোগ-মামলা দিয়ে কোনো কাজ হচ্ছে না। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চুরি। শেষে বাধ্য হয়ে নিজেদের ঘর রক্ষায় চুরি ঠেকানোর উপায় খুঁজতে একত্র হন নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে এলাকাবাসী।
জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের সম্প্রতি চুরির ঘটনা বেড়ে গেছে। গত কয়েক মাসে অর্ধশতাধিক বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটার পর শনিবার বিকেলে মাইলোড়া খোলার মাঠ সংলগ্ন একটি দোকানে বসে চুরি ঠেকানোর উপায় নিয়ে আলোচনা করেন এলাকাবাসী।
আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুল হান্নান রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, শিক্ষক গোলাম হায়দার, শিক্ষক টিটু, শিক্ষক আল আমিন, মঞ্জুরুল হক, আলহাজ মিয়া, পাবেল রহমান, তান্না, সমাপ্ত, সৈয়দ সৈকতসহ এলাকার অনেকে।
এলাকাবাসী বলেন, প্রতিদিন নতুন নতুন এলাকার কোনো না কোনো একজনের বাসায় চুরি হচ্ছে। বিট পুলিশ থাকলেও তারা তেমন কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। আগে রাতে পুলিশের টহল ছিল, এখন তেমন একটা নেই। এসব ঘটনার পর থানায় মামলা হয়েছে কিন্তু চোর ধরা পড়েনি। দিনকে দিন চুরির ঘটনা বেড়েই যাচ্ছে। তাই নিজেরাই চুরি ঠেকানোর উপায় বের করতে একত্র হয়েছি।
আলোচনা শেষে তারা সিদ্ধান্ত নেন, জনপ্রতি টাকা তুলে নৈশপ্রহরীর ব্যবস্থা করা ও সামর্থ্য অনুযায়ী বাসায় সিসি ক্যামেরা লাগানো। পাশাপাশি এলাকার মাদকসেবীদের তথ্য পুলিশকে অবহিত করা। মাদকের জন্যই চুরি বেড়েছে বলে তাঁরা মনে করেন।
চুরির ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, মাদক আর চুরির বিষয়টি একসূত্রে গাঁথা। কারণ অল্পবয়সী ছেলেরা নেশার টাকার জন্য চুরি করে। এ পর্যন্ত আমরা পাঁচজন চোর ধরেছি। তাদের সবার বয়স আঠারোর চেয়ে কম।
তিনি আরও বলেন, এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানাই। আমি আগেও বলেছি শুধু পুলিশের একার পক্ষে চুরি ঠেকানো সম্ভব নয়। সবাই মিলে চুরি ঠেকানো সম্ভব। এ বিষয়ে আমরাও তাঁদের সঙ্গে সব ধরনের সহযোগিতা করব।
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১০ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১২ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১৫ মিনিট আগে