Ajker Patrika

নেত্রকোনায় ২ দিনব্যাপী গারোদের ওয়ানগালা উৎসব উদ্‌যাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ০৭
নেত্রকোনায় ২ দিনব্যাপী গারোদের ওয়ানগালা উৎসব উদ্‌যাপন

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব শেষ হয়েছে। গতকাল সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। 

উদ্বোধন শেষে একাডেমি মিলনায়তনে স্থানীয় সরকার নেত্রকোনার উপপরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।

বিশেষ অতিথির বক্তব্য দেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র মাও. আব্দুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, ডনবস্কো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, আদিবাসী নেতা রেভারেন্ট মনিন্দ্র নাথ মারাক, সাবেক পরিচালক স্বপন হাজং, গিলবার্ট চিচাম, কবি মতেন্দ্র মানখিন, বথুয়েল চিসিম প্রমুখ। 

আলোচনা শেষে গারো সম্প্রদায়ের কৃষ্টি তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দল সংগীত পরিবেশন করে এবং বিশিষ্ট পপ সংগীতশিল্পী মেহরীন মাহমুদ সংগীত পরিবেশন করেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত