প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)
জামালপুরের ইসলামপুরের প্রধান সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সড়কের অন্তত ৪০০ ফুট জায়গা জলাশয়ে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে পানি জমে থাকায় মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। অটো বাইক চলাচল করতে গিয়ে প্রায়ই গর্তে পড়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। চলাচলের জনদুর্ভোগের এমন চিত্র জামালপুরের ইসলামপুর পৌর শহরস্থ ইসলামপুর-ঝগড়ারচর সড়কের বঙ্গবন্ধু মোড় এলাকা। সড়কটি অতি দ্রুত যাতায়াতের উপযোগী করার দাবি স্থানীয় বাসিন্দাদের।
সড়কের দুই পাশে প্রতিদিন সকালে বসে কাঁচা তরিতরকারিসহ মাছের বড় হাট। সড়কে জলাবদ্ধতা থাকায় ক্রেতা-বিক্রেতারা পথচারীদের মতোই পানি মাড়িয়ে কেনা-বেচা করতে হচ্ছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও বেশি। পানি জমে অনেক জায়গায় সড়কের পিচ উঠে গেছে। খোয়া-পাথর সরে মাঝখানে বড় বড় গর্ত হয়েছে। ফলে লোকজনকে চলাচল করতে হয় রিকশা ও ভ্যানে।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী মুক্তার হোসেন জানান, 'সড়কটি মাত্র কয়েক মাস আগে মেরামত করা হয়। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হতে না হতেই সড়ক তলিয়ে যায় পানিতে। অনেক সময় যানবাহন উল্টে দুর্ঘটনাও ঘটে।'
স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু মোড় এলাকাটি গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, রৌমারী, রাজিবপুর, শেরপুর, শ্রীবরদী এবং মেলান্দহের হাজার হাজার লোক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। সড়কে হাঁটুপানি থাকায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের।
পৌর মেয়র আবদুল কাদের শেখ জানান, 'বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়কটি এলজিইডির আওতাধীন। এ কারণে পৌরসভার অর্থে সড়কে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের কোনো সুযোগ নেই।'
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক জানান, 'সড়কের পানি নিষ্কাশনের জন্য স্থানীয় এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান স্যারকে জানিয়েছি। আশা রাখি, তিনি দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করতে পদক্ষেপ নেবেন।'
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুল নাছের বাবুল বলেন, 'বঙ্গবন্ধু মোড় এলাকায় জলাবদ্ধতা নিরসনে আমরা চিন্তাভাবনা করছি। অচিরেই সমস্যার সমাধান করা হবে।'
জামালপুরের ইসলামপুরের প্রধান সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সড়কের অন্তত ৪০০ ফুট জায়গা জলাশয়ে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে পানি জমে থাকায় মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। অটো বাইক চলাচল করতে গিয়ে প্রায়ই গর্তে পড়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। চলাচলের জনদুর্ভোগের এমন চিত্র জামালপুরের ইসলামপুর পৌর শহরস্থ ইসলামপুর-ঝগড়ারচর সড়কের বঙ্গবন্ধু মোড় এলাকা। সড়কটি অতি দ্রুত যাতায়াতের উপযোগী করার দাবি স্থানীয় বাসিন্দাদের।
সড়কের দুই পাশে প্রতিদিন সকালে বসে কাঁচা তরিতরকারিসহ মাছের বড় হাট। সড়কে জলাবদ্ধতা থাকায় ক্রেতা-বিক্রেতারা পথচারীদের মতোই পানি মাড়িয়ে কেনা-বেচা করতে হচ্ছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও বেশি। পানি জমে অনেক জায়গায় সড়কের পিচ উঠে গেছে। খোয়া-পাথর সরে মাঝখানে বড় বড় গর্ত হয়েছে। ফলে লোকজনকে চলাচল করতে হয় রিকশা ও ভ্যানে।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী মুক্তার হোসেন জানান, 'সড়কটি মাত্র কয়েক মাস আগে মেরামত করা হয়। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হতে না হতেই সড়ক তলিয়ে যায় পানিতে। অনেক সময় যানবাহন উল্টে দুর্ঘটনাও ঘটে।'
স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু মোড় এলাকাটি গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, রৌমারী, রাজিবপুর, শেরপুর, শ্রীবরদী এবং মেলান্দহের হাজার হাজার লোক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। সড়কে হাঁটুপানি থাকায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের।
পৌর মেয়র আবদুল কাদের শেখ জানান, 'বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়কটি এলজিইডির আওতাধীন। এ কারণে পৌরসভার অর্থে সড়কে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের কোনো সুযোগ নেই।'
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক জানান, 'সড়কের পানি নিষ্কাশনের জন্য স্থানীয় এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান স্যারকে জানিয়েছি। আশা রাখি, তিনি দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করতে পদক্ষেপ নেবেন।'
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুল নাছের বাবুল বলেন, 'বঙ্গবন্ধু মোড় এলাকায় জলাবদ্ধতা নিরসনে আমরা চিন্তাভাবনা করছি। অচিরেই সমস্যার সমাধান করা হবে।'
চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
২৬ মিনিট আগেসারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি
৩১ মিনিট আগেচট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শুক্রবার (৭ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (৮ মার্চ ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগেসাতকানিয়ায় গণপিটুনিতে জামায়াতের দুই কর্মী নিহতের ছয় দিন পর হত্যা মামলা হয়েছে। আজ রোববার নিহত আবু ছালেকের স্ত্রী সুরমি আক্তার বাদী হয়ে থানায় এ মামলা করেন। মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে