Ajker Patrika

সিরাজদিখানে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারের একটি মন্দিরের দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারের একটি মন্দিরের দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারের একটি মন্দিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান বাজারের উত্তর পাশে সারপট্টি এলাকায় মন্দিরটিতে এ ঘটনা ঘটে।

সিরাজদিখান বাজারের শ্রীশ্রী মা কালী দুর্গামন্দিরের সেবায়েত বেনু বিশ্বাস বলেন, ‘আজ (শনিবার) সকালে মন্দিরে গিয়ে দেখি, জানালার পর্দাগুলো পোড়া এবং দানবাক্সের তালা ভাঙা। দানবাক্সে থাকা ৩-৪ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি আমি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের জানিয়েছি।’

তালা ভাঙা দানবাক্স। ছবি: আজকের পত্রিকা
তালা ভাঙা দানবাক্স। ছবি: আজকের পত্রিকা

মন্দির কমিটির সভাপতি শুনীল চন্দ্র পাল বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরের জানালার পর্দায় আগুন লাগায় এবং দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন বলেন, ‘কিছু দুর্বৃত্ত এই মন্দিরে অগ্নিসংযোগ করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মন্দিরে হালকা আগুন দেওয়া ও কিছু টাকা চুরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত