Ajker Patrika

ধর্ষণচেষ্টা মামলার আসামি জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে অগ্নিসংযোগ

লালমনিরহাট প্রতিনিধি 
ধর্ষণচেষ্টা মামলার আসামি জামিনে বেরিয়ে বাদীর বাড়িতে অগ্নিসংযোগ

লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি জামিনে বের হয়ে বাদীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ক্ষতিগ্রস্ত পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্ষণচেষ্টা মামলার বাদী ভুক্তভোগী নারীর স্বামী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছেন আসামি হাবীব মিয়া (২৬)। গত ২৭ মার্চ আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন হাবীব। এ নিয়ে ওই দিনই অভিযুক্ত হাবীবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার দায়ে আদিতমারী থানায় একটি মামলা করি। সেই মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস জেলহাজতে ছিলেন হাবীব। গত সপ্তাহে তিনি জেলহাজত থেকে জামিনে মুক্তি পান। এরপর গতকাল শুক্রবার (১৬ মে) সকালে হাবীব দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে হাবীব ও তাঁর লোকজনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ধর্ষণচেষ্টার মামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে না নিলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন হাবীব।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বাদীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা অভিযোগটি শনিবার নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত