Ajker Patrika

এনসিপির শীর্ষ নেতারা বরিশালে চরমোনাই পীরের দরবারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২৩: ৩৬
চরমোনাই পীরের দরবারে এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত
চরমোনাই পীরের দরবারে এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা আগামীকাল মঙ্গলবার বরিশালে পদযাত্রা করবেন। নগরের হাসপাতাল রোড অমৃত লাল দে কলেজের সামনে থেকে শুরু হয়ে ফজলুল হক এভিনিউতে পদযাত্রাটি শেষ হবে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে নাহিদের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা সদর উপজেলার চরমোনাই পীরের দরবারে যান। সেখানে ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে তাঁদের মতবিনিময় হয়। এনসিপি নেতারা চরমোনাই গেলে ইসলামী আন্দোলনের নেতারা তাঁদের বরণ করে নেন।

জানা গেছে, বরিশালে মঙ্গলবারের পদযাত্রার নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রের শীর্ষ নেতারা।

তাঁরা আজ সোমবার দুপুরে পটুয়াখালীতে ও বিকেলে বরগুনায় পদযাত্রা শেষে রাতে বরিশাল নগরীতে পৌঁছান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ জানান, এনসিপির শীর্ষ নেতারা রাতে চরমোনাই পীরের বাড়িতে যান। তাঁরা সেখানে রাতের খাবার খেয়ে নগরীতে ফিরে গেছেন।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এনসিপি নেতাদের অভ্যর্থনা জানান ও তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত