Ajker Patrika

বাসভাড়াকে কেন্দ্র করে ইবি ছাত্রীকে মারধর, ৫ পরিবহন আটকে রেখেছেন শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৯: ৩৩
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও বিচারের দাবিতে সহপাঠীরা প্রধান ফটকের সামনে জড়ো হন। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও বিচারের দাবিতে সহপাঠীরা প্রধান ফটকের সামনে জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার চৌড়হাসে বাসভাড়া নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে পাঁচটি বাস আটকে রাখেন।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে চৌড়হাস বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে। হেনস্তার শিকার ওই ছাত্রীর নাম রাফসানা আক্তার। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

আটকে রাখা পাঁচটি বাসের মধ্যে রূপসা পরিবহনের চারটি ও একটি জনি পরিবহনের।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও বিচারের দাবিতে আটকে রাখা বাস। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ ও বিচারের দাবিতে আটকে রাখা বাস। ছবি: আজকের পত্রিকা

রাফসানা আক্তার বলেন, ‘দুপুরে চৌড়হাস বাসস্ট্যান্ডে রাস্তার পাশে এসে একটি বাসে ওঠার চেষ্টা করছিলাম। এ সময় সেখানে থাকা একজন আমাকে বলেন, “এই বাসে ওঠেন, ওইখানে সিট খালি নাই।” তখন আমি বলি, আমি কিন্তু ২৫ টাকা ভাড়া দেব। এ সময় বাসের চালকের সহকারী বলেন, “কোথাকার শিক্ষিত তুমি? শিক্ষিত হইছ, না অশিক্ষিত হইছ। আমরা শেখপাড়ায় থাকি ভাড়া কত আমি জানি। তুমি নাটক শুরু করছ?” তখন আমি বলি, আপনি আমার শিক্ষা নিয়ে কথা বলছেন কেন?’

রাফসানা আক্তার আরও বলেন, ‘একপর্যায়ে বাসের হেলপার আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তখন আমি আমার স্বামীকে মোবাইল ফোনে কল করতে গেলে উনি আমার ফোন কেড়ে নিয়ে আমার মুখে চারটি ঘুষি মারেন। এসব দেখে আশপাশের একটা মানুষও প্রতিবাদ করেনি। আমার মা-বাবাকে নিয়ে গালিগালাজ করতে শুরু করেন। পরে ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থী এলে তাঁরা চলে যান।’

ঘটনাস্থলে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘যে বা যারা আমাদের নারী সহপাঠীকে মারধর করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একজন নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার সাহস তারা কোথা থেকে পায়, এর জবাব চাই।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা আমরা গুরুত্বসহকারে দেখছি। কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতির নেতাদের ডাকা হয়েছে। তাঁরা আসছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত