Ajker Patrika

যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা ও গাড়িচাপায় নিহত ৩

যশোর প্রতিনিধি
যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা ও গাড়িচাপায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে যশোর–মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলির চাঁচড়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫), পোস্ট অফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন (৩৪) এবং উপশহর এলাকার মনজুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬)। 

স্থানীয়রা জানান, প্রাইভেটকার সার্ভিসিং শেষে টেস্ট ড্রাইভের জন্য সন্ধ্যায় খোকন ও আরমান এবং খোকনের ভাই লিটন একই প্রাইভেটকারে বের হন। যশোর–মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। 

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিঅপরদিকে, শিমুল হোসেন মোটরসাইকেল যোগে শহরতলির চাঁচড়া এলাকায় এসে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিকোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত