দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা না নিয়ে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর উপজেলার আল্লাহর দর্গা এলাকার নিজ বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেন না উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খুব কষ্টে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পেরেছি তখন তিনি এমপি মহোদয়ের ওখানে ছিলেন। তাঁর কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে বলেছেন, স্কুল বন্ধ হয় নাই, শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল এমপি মহোদয়ের সঙ্গে। প্রোগ্রাম শেষ করে আমরা স্কুলে ফিরে যাব।’
তবে দুপুর ২টার দিকে সরেজমিনে স্কুলটিতে গিয়ে শিক্ষকদের ফেরার অপেক্ষায় ঘণ্টাখানেক ছিলেন এ প্রতিবেদক। সেসময় অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়। জাতীয় পতাকাও উত্তোলিত ছিল না। সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ নিয়ে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। দশম শ্রেণির এক ছাত্র বলে, ‘সকাল ১১টার দিকে আজ স্কুল ছুটি দিয়েছে সারেরা (স্যারেরা), হাজিরাও নেয়নি।’ স্কুল কেন ছুটি দিয়েছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, এমপির বাড়িতে যাওয়ার জন্য।
প্রতিষ্ঠানটির পাশে এক ফেরিওয়ালার কাছে যানতে চাওয়া হলে তিনিও একই কথা বলেন। তিনি বলেন, ‘রোজ ৪টার সময় বন্ধ হয়, আজ সকালেই বন্ধ করে এমপির বাড়িতে গিছে সারেরা।’
বিদ্যালয় বন্ধ করে এমপিকে শুভেচ্ছা জানাতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল করিম। তিনি বলেন, স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছেন। স্কুলের উন্নয়নের স্বার্থে তাঁরা এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধান শিক্ষক।
পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা না নিয়ে স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষক, কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর উপজেলার আল্লাহর দর্গা এলাকার নিজ বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেন না উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খুব কষ্টে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে পেরেছি তখন তিনি এমপি মহোদয়ের ওখানে ছিলেন। তাঁর কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে বলেছেন, স্কুল বন্ধ হয় নাই, শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল এমপি মহোদয়ের সঙ্গে। প্রোগ্রাম শেষ করে আমরা স্কুলে ফিরে যাব।’
তবে দুপুর ২টার দিকে সরেজমিনে স্কুলটিতে গিয়ে শিক্ষকদের ফেরার অপেক্ষায় ঘণ্টাখানেক ছিলেন এ প্রতিবেদক। সেসময় অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা যায়। জাতীয় পতাকাও উত্তোলিত ছিল না। সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ নিয়ে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। দশম শ্রেণির এক ছাত্র বলে, ‘সকাল ১১টার দিকে আজ স্কুল ছুটি দিয়েছে সারেরা (স্যারেরা), হাজিরাও নেয়নি।’ স্কুল কেন ছুটি দিয়েছে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলে, এমপির বাড়িতে যাওয়ার জন্য।
প্রতিষ্ঠানটির পাশে এক ফেরিওয়ালার কাছে যানতে চাওয়া হলে তিনিও একই কথা বলেন। তিনি বলেন, ‘রোজ ৪টার সময় বন্ধ হয়, আজ সকালেই বন্ধ করে এমপির বাড়িতে গিছে সারেরা।’
বিদ্যালয় বন্ধ করে এমপিকে শুভেচ্ছা জানাতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেজাউল করিম। তিনি বলেন, স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছেন। স্কুলের উন্নয়নের স্বার্থে তাঁরা এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধান শিক্ষক।
পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৮ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৮ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৮ ঘণ্টা আগে