Ajker Patrika

তেরখাদায় সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের হার শূন্য

তেরখাদা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৬: ৫২
তেরখাদায় সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের হার শূন্য

খুলনার তেরখাদায় বাজারে দাম বেশি পাওয়ায় ‍সরকারি খাদ্যগুদামে ধান-চাল দিচ্ছেন না কৃষক ও মিলমালিকেরা। গত নভেম্বর মাস থেকে শুরু হয় সংগ্রহ। গত দুই মাসে সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের পরিমাণ শূন্য রয়েছে। এমন অবস্থায় সরকারিভাবে আমন ধান কেনা অনিশ্চিত হয়ে পড়েছে।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় জানায়, ২০২২ সালে ১৭ নভেম্বর থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়। শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও সরকারি গুদামে ধান সরবরাহের কোনো সাড়া মেলেনি। কারণ পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় কৃষকেরা ধান বাইরে বিক্রি করছেন। এ উপজেলায় ১২টি মিল রয়েছে, এর মধ্যে ধান ও চাল দিতে পারবে ৯টি।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে ধান প্রতি কেজি ২৮ টাকা ও চাল ৪২ টাকা দরে ৫২ মেট্রিকটন ধান ও ২২ মেট্রিকটন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এখনো পর্যন্ত ধান-চাল সংগ্রহ হয়নি। তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এর মধ্যে সরকার ধানের দাম পুনর্নির্ধারণ করলে হয়তো লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

কৃষক রেজওয়ান শেখ জানান, বাজারে এখন মোটা ধান প্রতি কেজি ৩২ টাকা আর মোটা চাল প্রতি কেজি ৫০ টাকা এবং চিকন চাল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে বাজারে ধান-চালের দাম বেশি হওয়ার কারণে কৃষকেরা গুদামে ধান দিতে অনাগ্রহ দেখাচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত