Ajker Patrika

সুন্দরবন থেকে শুঁটকি পাচারে বাধা, দুর্বৃত্তদের হামলায় ৪ বনরক্ষী আহত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে দুর্বৃত্তদের হামলায় আহত দুই বনরক্ষী। ছবি: আজকের পত্রিকা
সুন্দরবনে দুর্বৃত্তদের হামলায় আহত দুই বনরক্ষী। ছবি: আজকের পত্রিকা

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে দুর্বৃত্তদের হামলায় চার বনরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য একজনকে আজ সোমবার দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুন্দরবন থেকে শুঁটকি পাচার করে নিয়ে যাওয়ার সময় বনরক্ষীরা আটকাতে গেলে গতকাল রোববার ভোররাতে দুর্বৃত্তরা হরিণটানা এলাকায় এই হামলা করে।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস আজ জানান, হরিণটানা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মণ্ডলের নেতৃত্বে বনরক্ষীরা ধানসাগর ফরেস্ট স্টেশনের কলামুলা খাল এলাকায় টহলের সময় একটি ট্রলারে শুঁটকি মাছ পাচার করতে দেখে এগিয়ে যান। এ সময় ট্রলারে থাকা ১২ দুর্বৃত্ত জোটবদ্ধ হয়ে বনরক্ষীদের ওপর হামলা করে এবং তাঁদের পিটিয়ে নদীতে ফেলে দেয়। বনরক্ষীরা নদীতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁদের ট্রলারটিও নিয়ে যায়।

দুর্বৃত্তদের হামলায় আহত চার বনরক্ষী হলেন সুবল মণ্ডল, আরমান দারিয়া, আবুল হাসান ও আব্দুল গফুর। তাঁদের গতকাল বিকেলে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুবলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আজ দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের মধ্যে দুজনকে বনরক্ষীরা চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলা করা হবে বলে এসিএফ জানিয়েছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, সুন্দরবনে বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত