Ajker Patrika

বেনাপোল সীমান্তে জাল নোটসহ আটক ২ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৭
বেনাপোল সীমান্তে জাল নোটসহ আটক ২ 

যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ১৭ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে তাঁদের আটক করা হয়। 

আটক যুবকেরা হলেন বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির হোসেন। 

যশোর ৪৯-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহল দল বেনাপোল থেকে যশোরগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ১৭ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেন। এ ছাড়া জাল নোট ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়। যার মোট বাজার মূল্য ১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা। জব্দ জাল নোটসহ তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত