চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ তিন চাকার সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে সংগঠনের পক্ষ ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের গণপরিবহন এবং ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম লিখিত বক্তব্যে বলেন, পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই চিহ্নিত করা যায়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন বেড়ে গেছে। এতে বাসমালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আনার পরও কোনো সমাধান হয়নি।
সভাপতি এম জেনারেল ইসলাম আরও বলেন, দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব লোকাল বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।
চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ তিন চাকার সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে সংগঠনের পক্ষ ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের গণপরিবহন এবং ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম লিখিত বক্তব্যে বলেন, পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই চিহ্নিত করা যায়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন বেড়ে গেছে। এতে বাসমালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আনার পরও কোনো সমাধান হয়নি।
সভাপতি এম জেনারেল ইসলাম আরও বলেন, দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব লোকাল বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।
হৃদয়বিদারক, মর্মান্তিক, মর্মস্পর্শী। এমনই এক দুর্ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা শোকবিহ্বল করেছে পুরো দেশকে। দুপুরে ওই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন...
৬ মিনিট আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে শিশু ওমায়ের নূর আশিক। সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুলটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি। আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে, পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
১৪ মিনিট আগেচট্টগ্রামের চকবাজারে শিবির-ছাত্রদল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে। মুখোমুখি অবস্থান নিয়েছে শিবির ও ছাত্রদল। মাঝখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা দুই পক্ষকে নিবৃত্ত করারও চেষ্ঠা করছেন।
২৮ মিনিট আগেএকের পর এক অ্যাম্বুলেন্স আসছে। ভেতর থেকে বের করে আনা হচ্ছে কোমলমতি শিশুদের। তাদের কারও হাত-পা, কারও মুখমণ্ডল, আবার কারও শরীরের অধিকাংশই দগ্ধ। তাদের আর্তনাদ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
৩৩ মিনিট আগে