Ajker Patrika

গরুর পেটে কাস্তে ঢোকানোর ঘটনা ১৮ হাজার টাকায় মীমাংসা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ১০: ৫০
গরুর পেটে কাস্তে ঢোকানোর ঘটনা ১৮ হাজার টাকায় মীমাংসা

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের বেড়ি (আইল) ক্ষতিগ্রস্তের কারণে গরুর পেটে কাস্তে ঢুকিয়ে দেওয়ার ঘটনাটি ১৮ হাজার টাকায় মীমাংসা করা হয়েছে। গরুর মালিকের লিখিত অভিযোগের পর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

এর আগে আহত গরু স্থানীয় জনপ্রতিনিধির তত্ত্বাবধানে জবাই করে মাংস গ্রামবাসীর মধ্যে বিক্রি করা হয়। গত ২৬ এপ্রিল উপজেলার বুড়িগোয়ালীনির বনবিবিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার বিষয়টির সমাধান করা হয়।

সালিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর জোহরা বেগমের গরু ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের চিংড়িঘেরের বেড়িতে ওঠে। এতে বেড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাঙ্গীর হোসেনের ভাগনে মনিরুল গরুর পেটে কাস্তে ঢুকিয়ে দেয়। মনিরুল তাঁর মামার ঘেরটি দেখভাল করতেন। পরে দিনমজুর জোহরা বেগম ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেন। আজ সালিশি বৈঠকে অভিযুক্তরা ১৮ হাজার টাকা জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়।

বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ জানান, গ্রাম্য আদালত পরিচালনার আগে দুই পক্ষ ১৮ হাজার টাকা ক্ষতিপূরণে বিষয়টি মীমাংসা করে নেয়। এ ছাড়া জবাই করা গরুর মাংস বিক্রির টাকা জহুরা বেগমের হাতে তুলে দেওয়া হয় বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত