নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এক চিঠিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। অপর চিঠিতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে।
দলের ভেতর সংঘাত, হানাহানি এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, যার আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খন্দকার। তখন কমিটিতে কোনো যুগ্ম আহ্বায়ক না থাকলেও পরবর্তী সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। ফলে কমিটির সদস্য সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে। প্রায় সাড়ে চার বছরেও কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি দলীয় কোন্দলের কারণে।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে রাউজানে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতারা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
চট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এক চিঠিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। অপর চিঠিতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে।
দলের ভেতর সংঘাত, হানাহানি এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, যার আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খন্দকার। তখন কমিটিতে কোনো যুগ্ম আহ্বায়ক না থাকলেও পরবর্তী সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। ফলে কমিটির সদস্য সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে। প্রায় সাড়ে চার বছরেও কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি দলীয় কোন্দলের কারণে।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে রাউজানে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতারা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) সকালে জাফলংয়ের নয়াবস্তি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় অবৈধভাবে নির্মিত ছোটবড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
২৫ মিনিট আগেটানা বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির অন্যতম আকর্ষণ পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। বর্তমানে সেতুর পাটাতন পানির প্রায় পাঁচ ইঞ্চি নিচে তলিয়ে গেছে। আজ বুধবার দুর্ঘটনা রোধে পর্যটন কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে মানুষের চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পর্যটন ক
২৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২
১ ঘণ্টা আগে