Ajker Patrika

চাঁদা নেওয়ার অভিযোগ, বেনাপোল বন্দরের ৪০ আনসারকে বদলি

বেনাপোল (যশোর) প্রতিনিধি  
বেনাপোল স্থলবন্দর। ছবি: ফাইল ফটো
বেনাপোল স্থলবন্দর। ছবি: ফাইল ফটো

বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের অন্যত্র বদলি করা হয়। বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিশের নামে ট্রাকপ্রতি ১০ টাকা আদায় এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়।

জানা গেছে, বন্দরে আমদানি, রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেট পাস পরীক্ষা-নিরীক্ষায় ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিশের নাম করে ট্রাকপ্রতি ১০ থেকে ২০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার নামে। ঘুষ নেওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়।

এ ছাড়া দুর্বল নিরাপত্তার কারণে বন্দরের মধ্যে মাদক কারবার নিয়েও রিপোর্ট প্রকাশিত হয়। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত