যশোর প্রতিনিধি
যশোর মেডিকেল কলেজ (যমেক) ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসক জাকির হোসেনকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি অধ্যক্ষের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর মেডিকেল কলেজের (যমেক) অধ্যক্ষ অধ্যাপক মহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনটি মন্ত্রণালয় ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। যেহেতু ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন, এটি এখন আদালতে বিচারাধীন। তাই আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছি।’
অধ্যক্ষ মহিদুর রহমান আরও বলেন, ‘তা ছাড়া বুধবার কলেজের মিটিং রয়েছে। মিটিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধান্ত হতে পারে। দোষী প্রমাণিত হলে সাময়িক বহিষ্কার এবং ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্ন কোর্সের কাগজপত্র বাতিল করা হবে।’
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ছাত্রাবাসের ১০৪ নম্বর কক্ষে অভিযুক্তরা গাঁজা সেবন ও হইচই করছিলেন। এ সময় পাশের রুম থেকে জাকির তাঁদের হই-চই করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত পৌনে ৯টার দিকে তাঁরা হকিস্টিক দিয়ে পিটিয়ে জাকির হোসেনের হাত ও দুই পা ভেঙে দেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের কাগজপত্র ও চাবি নিয়ে যান। এ সময় জাকিরের চিৎকারে আশপাশের রুমের আবাসিক ছাত্ররা এসে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেনের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। পরে গত ৯ ফেব্রুয়ারি আদালতে মামলা করা হয়। মামলায় সাত মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসককে আসামি করা হয়েছে।
তাঁরা হলেন যশোর মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্র শামীম হোসেন, পঞ্চম ব্যাচের ছাত্র আবদুর রহমান আকাশ, ষষ্ঠ ব্যাচের ছাত্র মেহেদী হাসান লিয়ন, সপ্তম ব্যাচের ছাত্র রাসেল, নবম ব্যাচের ছাত্র শাকিব আহমেদ তনিম, সৌম্য সাহা ও দশম ব্যাচের ছাত্র তন্ময় সরকার।
এদিকে এ ঘটনায় যশোর মেডিকেল কলেজ প্রশাসন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নুর কুতুবউল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও কমিটি ১২ দিন পর আজ প্রতিবেদন জমা দেন।
যশোর মেডিকেল কলেজ (যমেক) ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসক জাকির হোসেনকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি অধ্যক্ষের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর মেডিকেল কলেজের (যমেক) অধ্যক্ষ অধ্যাপক মহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনটি মন্ত্রণালয় ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। যেহেতু ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন, এটি এখন আদালতে বিচারাধীন। তাই আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছি।’
অধ্যক্ষ মহিদুর রহমান আরও বলেন, ‘তা ছাড়া বুধবার কলেজের মিটিং রয়েছে। মিটিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধান্ত হতে পারে। দোষী প্রমাণিত হলে সাময়িক বহিষ্কার এবং ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্ন কোর্সের কাগজপত্র বাতিল করা হবে।’
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ছাত্রাবাসের ১০৪ নম্বর কক্ষে অভিযুক্তরা গাঁজা সেবন ও হইচই করছিলেন। এ সময় পাশের রুম থেকে জাকির তাঁদের হই-চই করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত পৌনে ৯টার দিকে তাঁরা হকিস্টিক দিয়ে পিটিয়ে জাকির হোসেনের হাত ও দুই পা ভেঙে দেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের কাগজপত্র ও চাবি নিয়ে যান। এ সময় জাকিরের চিৎকারে আশপাশের রুমের আবাসিক ছাত্ররা এসে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেনের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। পরে গত ৯ ফেব্রুয়ারি আদালতে মামলা করা হয়। মামলায় সাত মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসককে আসামি করা হয়েছে।
তাঁরা হলেন যশোর মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্র শামীম হোসেন, পঞ্চম ব্যাচের ছাত্র আবদুর রহমান আকাশ, ষষ্ঠ ব্যাচের ছাত্র মেহেদী হাসান লিয়ন, সপ্তম ব্যাচের ছাত্র রাসেল, নবম ব্যাচের ছাত্র শাকিব আহমেদ তনিম, সৌম্য সাহা ও দশম ব্যাচের ছাত্র তন্ময় সরকার।
এদিকে এ ঘটনায় যশোর মেডিকেল কলেজ প্রশাসন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নুর কুতুবউল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও কমিটি ১২ দিন পর আজ প্রতিবেদন জমা দেন।
বন্ধুদের সঙ্গে হাসিমুখে শ্রেণিকক্ষ ত্যাগ করার একটু পরই বিকট শব্দ শুনতে পান ফারহান হাসান। দেখতে পান, একটি বিমান তাদের স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বিবিসিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র বলেন, ‘আমার চোখের সামনে জ্বলন্ত বিমানটি এসে পড়ল।’
৭ মিনিট আগেরাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনার পর আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে
৩৭ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ফেনীর বন্যার জন্য যে টাকা তোলা হয়েছিল তা একটি বিশ্বস্ত ফার্মের মাধ্যমে অডিট করে রিপোর্টসহ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। এ টাকা কোথায় ব্যবহার হয়েছে, কতটুকু হয়েছে এটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়
৩৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ
১ ঘণ্টা আগে