Ajker Patrika

দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জব্দ করা অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়ার দৌলতপুরে জব্দ করা অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পদ্মার শাখা নদী এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মানিকের চর থেকে চল্লিশপাড়া পর্যন্ত অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আনসার সদস্যরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে ২০ হাজার কেজি চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন ও ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।

অভিযান শেষে জব্দ জাল দৌলতপুর ইউএনওর নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা বিপুল মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, ভবিষ্যতেও বিজিবি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত