Ajker Patrika

বাগেরহাট কলেজ হোস্টেলে শিক্ষার্থীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট কলেজ হোস্টেলে শিক্ষার্থীর আত্মহত্যা

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে সুব্রত তরফদার (২৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দু হোস্টেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর রুম থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, সুব্রত তরফদার চিতলমারী উপজেলার হাসাবুনিয়া গ্রামের মৃত নির্মল তরফদারের ছেলে। তিনি হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রুমের দরজা বন্ধ থাকায় অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। দরজা ভেঙে শিক্ষার্থীরা তাঁকে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। 

কলেজের একটি সূত্র জানায়, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে। এছাড়া তাঁর রুম থেকে একটি বিয়ের অ্যাফিডেভিট কপি উদ্ধার করা হয়েছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম। তিনি বলেন, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের সুব্রত তরফদার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বাগেরহাট জেলা হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত