Ajker Patrika

প্রতারণা মামলায় আদিয়ান মার্টের সিইওসহ ৪ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রতারণা মামলায় আদিয়ান মার্টের সিইওসহ ৪ জন গ্রেপ্তার

প্রতারণা মামলায় ই–কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের সিদ্দিকীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার মোমিনপুর গ্রামের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‍্যাবের একটি দল। 

কোম্পানিটির সিইও জুবায়ের ছাড়া অপর গ্রেপ্তারকৃতরা হলেন–জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিক (৬৩) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন (৩০) এবং ম্যানেজার মিনারুল ইসলাম (৩৫)। 

র‍্যাব জানায়, ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট তাঁদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। এমন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ওই কোম্পানির সম্পর্কে অনুসন্ধান শুরু করে র‍্যাব। অভিযোগের সত্যতা পেয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব–৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান বলেন, এক ব্যক্তির কাছ থেকে ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ সম্পর্কে তদন্ত করা হয়। পরে গতকাল শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত