Ajker Patrika

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের নিয়ে সালিসে হাতাহাতিতে আহত কৃষক মহিউদ্দিন মহারাজের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে মো. মিজানুর রহমান নামে সাবেক এক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।

এর আগে শুক্রবার উপজেলার জিউধরা লক্ষ্মীখালী পুলিশ ফাঁড়ির সামনে হাতাহাতির এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মহিউদ্দিন মহারাজকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়।

একই ঘটনা আহত হয়েছেন তাঁর ভাই শওকত আলী জোমাদ্দার (৫৫)। নিহত মহিউদ্দিন মহারাজ উপজেলার বরইতলা গ্রামের আবুবকর জোমাদ্দারের ছেলে। সংসারে তাঁর স্ত্রী ও চার সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী সালমা বেগম বলেন, চার বিঘা জমির একটি চিংড়ি ঘেরে সাবেক সেনাসদস্য মিজানুর রহমান জমি পাবেন বলে দাবি করে ঘেরের মাছ লুট ও ঘের দখলের অভিযোগ দায়ের করে থানায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তির জন্য লক্ষ্মীখালী ফাঁড়ি পুলিশের ওপর দায়িত্ব দেন। সে অনুযায়ী ফাঁড়ির আইসি এসআই মো. সাইদুর রহমান শুক্রবার দুই পক্ষকে কাগজপত্র ও মনোনীত সালিসদের নিয়ে ফাঁড়িতে আসতে বলেন।

সালিস বৈঠক চলাকালীন আইসি সাইদুর রহমান অনুপস্থিত থাকায় পক্ষদ্বয় ফাঁড়ির সামনে রাস্তায় বাগ্‌বিতণ্ডায় জড়ায়। এ সময় বাদী সাবেক সেনাসদস্য মিজানুর রহমান ও তাঁর সহযোগীরা বিবাদী মহিউদ্দিন মহারাজ, তাঁর বড় ভাই শওকত জোমাদ্দারসহ চার-পাঁচজনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।

আহত দুই ভাইকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত ৩টার দিকে মহিউদ্দিন মহারাজ মারা যান।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ফাঁড়ির ইনচার্জ না থাকায় পক্ষদ্বয় মারপিটে লিপ্ত হয়। এতে আহত মহিউদ্দিন মহারাজ মারা যান। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত