Ajker Patrika

পাটকেলঘাটায় উপহারের ৫ ঘরে থাকেন না কেউ, বসবাস ইঁদুরের

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭: ৪৯
পাটকেলঘাটায় উপহারের ৫ ঘরে থাকেন না কেউ, বসবাস ইঁদুরের

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ২১টি ঘর অসহায়-ভূমিহীনদের মধ্যে উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এসব ঘরের পাঁচটিতে থাকেন না কেউ। সেখানে এখন ইঁদুরের বসবাস বলে সরেজমিনে জানা গেছে।

ভূমিহীনদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী পুটিয়াখালী গ্রামে ৫২ শতক জমি কিনে ঘর নির্মাণ করে দেন। জমিসহ প্রতিটি ঘর নির্মাণ করতে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা খরচ হয় অর্থাৎ ২১টি ঘরে ১ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা সরকারের ব্যয় হয় বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে জানা গেছে।

অভিযোগ উঠেছে, ২১টি ঘরের মধ্যে বসবাস করছে মাত্র ১৬টি পরিবার। বাকি ৫টি ঘরে বসবাস করছে না কোনো পরিবার। এসব পরিবার ঘর দখল করে অন্যত্র গিয়ে বসবাস করছে। ঘরে কেউ না থাকায় ইঁদুর আস্তানা গেড়েছে। আজ মঙ্গলবার সকালে পুটিয়াখালী গুচ্ছগ্রামে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

গুচ্ছগ্রামে বসবাসরত অনেকে বলেন, ‘এই গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া ২১ ঘরে বসবাস করছে ১৬টি পরিবার। ৫টি ঘর খালি পড়ে আছে। এর মধ্যে সরুলিয়া ইউনিয়নের ভারসা গ্রামের শাহিনুরের ঘরটি খালি পড়ে আছে, খোরদো গ্রামের রনির ঘরে কেউ থাকেন না, যুগিপুকুরিয়া গ্রামের ফারুক হোসেন উদ্বোধনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন এখানে থাকেননি।’

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছগ্রামের এক বাসিন্দা জানান, তানজিলা বেগম নামের এক গৃহবধূ অন্যের ঘর দখল করে বসবাস করছেন। এ ছাড়া ঘরের বরাদ্দ নিয়ে না থাকা আরেক ব্যক্তির নাম জানা যায়নি। এখানে ঘর নিয়ে থাকা ব্যক্তিরা অন্যত্র বসবাস করছেন।

স্থানীয় লোকজন জানান, পড়ে থাকা ঘরগুলো দুস্থ ও প্রকৃত ভূমিহীনদের দেওয়া হলে পরিবার-পরিজন নিয়ে তাঁরা মাথা গোঁজার ঠাঁই পাবেন। তাই এ বিষয়ে জেলা প্রশাসক সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিলে আরও কিছু অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই হবে।

সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। যাঁরা ঘর নিয়ে থাকেন না, তাঁদের উচিত ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের বসবাস করার সুযোগ দেওয়া।’

এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত