Ajker Patrika

ফতুল্লায় আগুনে পুড়ল বসত বাড়ির ৮টি ঘর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লায় আগুনে পুড়ল বসত বাড়ির ৮টি ঘর

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮টি টিনের ঘর পুড়ে গেছে। আজ রোববার রাত ৮ টার দিকে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার ইরান টেক্সটাইলের পেছনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিক ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান। 

প্রত্যক্ষদর্শী ইমরান শুভ বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন লাগে। এরপর ধীরে ধীরে বাড়ির সবগুলো ঘরে আগুন ছড়িয়ে যায়। ঘরের বাসিন্দারা সবাই বেরিয়ে যেতে পারলেও আসবাবপত্র সব পুড়ে যায়। বাড়ির পাশের একটি কারখানা থেকে পানি সরবরাহ করলে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। 

বাড়ির ভাড়াটিয়া ফাতেমা বলেন, ‘এই ৮টি ঘরে গার্মেন্টসের শ্রমিকেরা থাকতেন। রাতে এলাকায় কারেন্ট ছিল না। হঠাৎ কারেন্ট আসার পর ঘরে আগুন ধরে যায়। আমাদের কোনো কিছু বের করতে পারিনাই। সব পুড়ে গেছে। 

বিসিক ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছাবার পূর্বেই আগুন পাশের কারখানার ফায়ার হাইড্রেন্ট দিয়ে নিভিয়ে ফেলা হয়। আমাদের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত