Ajker Patrika

নরসিংদীতে নারীকে গলা কেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২: ১৭
নরসিংদীতে নারীকে গলা কেটে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলায় নিজের ঘরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরনগরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগমের (৬০) স্বামী মৃত মালেক দেওয়ান। তাঁর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে দুই ছেলে প্রবাসী।

নিহতের এক ছেলে নাদিম মিয়া জানান, ইফতারের পর তাঁর মা বাড়িতে একা ছিলেন। তিনি এক বোনের বাড়ি ছিলেন। সেখান থেকে মোবাইল ফোনে মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের জানালে তাঁরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও মায়ের সাড়া পাননি। পরে ঘরে ঢুকে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ও তাঁর এক বোন নার্গিস বেগম বাড়িতে এসে থানায় খবর দেন। পলাশ থানার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল আসেন।

নাদিম মিয়ার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর মাকে হত্যা করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত