নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রেনের বগির ভেতরে জায়গা না পেয়ে হুড়মুড়িয়ে ছাদে উঠে পড়ছেন যাত্রীরা। আর তাঁদের সেখান থেকে নামাতে লাঠিপেটা করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের চিত্র এটি।
যেসব যাত্রী গত ৩ জুলাই অগ্রীম ঈদযাত্রার টিকিট কেটেছেন, আজ তাঁরা যাত্রা করছেন। যাঁরা টিকেট পাননি তাঁরাও পরিবারের সঙ্গে ঈদ কাটাতে মরিয়া হয়ে কোনোভাবে নিজের গন্তব্যের ট্রেনে একটু জায়গা করে নিতে চাইছেন। এদিন সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।
রেল কর্তৃপক্ষ ও যাত্রী—দুই পক্ষই এই ভিড়কে স্বাভাবিক বলে মনে করছে। তিতাস এক্সপ্রেসের যাত্রী লাবনী আক্তার বলেন, ‘এই সময়ে এটুকু ভিড় তো থাকবেই। এটা অস্বাভাবিক কিছু নয়।’
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন ২৫ থেকে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে। এই বিলম্বকেও স্বাভাবিক বলছেন যাত্রীরা।
মোকসেদুল আমীন নামের এক যাত্রী বলেন, ‘১৫ থেকে ২০ মিনিট দেরি তো কিছুই না। বাস, লঞ্চ সবকিছুতেই এই দেরি হয়। এমনকি প্লেনেও ২৫-৩০ মিনিট দেরি হয়। সেখানে ট্রেন তো কিছুই না।’
রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ওঠানামা ও রুটিন চেকের কারণে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। এটা বড় রকমের বিলম্ব নয়।
আজ সকাল থেকেই ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ১১ জুলাইয়ের টিকেট দেওয়া হচ্ছে।
ট্রেনের বগির ভেতরে জায়গা না পেয়ে হুড়মুড়িয়ে ছাদে উঠে পড়ছেন যাত্রীরা। আর তাঁদের সেখান থেকে নামাতে লাঠিপেটা করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের চিত্র এটি।
যেসব যাত্রী গত ৩ জুলাই অগ্রীম ঈদযাত্রার টিকিট কেটেছেন, আজ তাঁরা যাত্রা করছেন। যাঁরা টিকেট পাননি তাঁরাও পরিবারের সঙ্গে ঈদ কাটাতে মরিয়া হয়ে কোনোভাবে নিজের গন্তব্যের ট্রেনে একটু জায়গা করে নিতে চাইছেন। এদিন সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।
রেল কর্তৃপক্ষ ও যাত্রী—দুই পক্ষই এই ভিড়কে স্বাভাবিক বলে মনে করছে। তিতাস এক্সপ্রেসের যাত্রী লাবনী আক্তার বলেন, ‘এই সময়ে এটুকু ভিড় তো থাকবেই। এটা অস্বাভাবিক কিছু নয়।’
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন ২৫ থেকে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে। এই বিলম্বকেও স্বাভাবিক বলছেন যাত্রীরা।
মোকসেদুল আমীন নামের এক যাত্রী বলেন, ‘১৫ থেকে ২০ মিনিট দেরি তো কিছুই না। বাস, লঞ্চ সবকিছুতেই এই দেরি হয়। এমনকি প্লেনেও ২৫-৩০ মিনিট দেরি হয়। সেখানে ট্রেন তো কিছুই না।’
রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ওঠানামা ও রুটিন চেকের কারণে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। এটা বড় রকমের বিলম্ব নয়।
আজ সকাল থেকেই ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ১১ জুলাইয়ের টিকেট দেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী চুড়ইল বিলসংলগ্ন বুড়িতলা এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেবরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে স্বজনরা জানান।
৩৫ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলা জমায়েতের শ্রমবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তাকে পুলিশের কাছে ধরিয়ে দেন। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা খোকন হোসেনকে শনিবার দিবাগত
৪০ মিনিট আগেরাজশাহীর তানোর উপজেলায় চিত্তরঞ্জন পাল (২৬) নামে এক যুবকের বস্তাবন্দী দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে তানোরের হাবিবনগর এলাকায় শিব নদে কচুরিপানার ভেতরে বস্তাটি পাওয়া যায়। পরনে থাকা লুঙ্গি ও গেঞ্জি দেখে তার পরিবার লাশটি শনাক্ত করেছে। গত ২০ দিন ধরে নিখোঁজ ছিলেন চিত্তরঞ্জন।
১ ঘণ্টা আগে