Ajker Patrika

রেলস্টেশনে যাত্রীদের ভিড়, ট্রেনের ছাদে উঠলেই লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৭: ১৬
রেলস্টেশনে যাত্রীদের ভিড়, ট্রেনের ছাদে উঠলেই লাঠিপেটা

ট্রেনের বগির ভেতরে জায়গা না পেয়ে হুড়মুড়িয়ে ছাদে উঠে পড়ছেন যাত্রীরা। আর তাঁদের সেখান থেকে নামাতে লাঠিপেটা করছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের চিত্র এটি।

যেসব যাত্রী গত ৩ জুলাই অগ্রীম ঈদযাত্রার টিকিট কেটেছেন, আজ তাঁরা যাত্রা করছেন। যাঁরা টিকেট পাননি তাঁরাও পরিবারের সঙ্গে ঈদ কাটাতে মরিয়া হয়ে কোনোভাবে নিজের গন্তব্যের ট্রেনে একটু জায়গা করে নিতে চাইছেন। এদিন সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।

রেল কর্তৃপক্ষ ও যাত্রী—দুই পক্ষই এই ভিড়কে স্বাভাবিক বলে মনে করছে। তিতাস এক্সপ্রেসের যাত্রী লাবনী আক্তার বলেন, ‘এই সময়ে এটুকু ভিড় তো থাকবেই। এটা অস্বাভাবিক কিছু নয়।’

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন ২৫ থেকে ৩০ মিনিট দেরিতে ছেড়েছে। এই বিলম্বকেও স্বাভাবিক বলছেন যাত্রীরা।

মোকসেদুল আমীন নামের এক যাত্রী বলেন, ‘১৫ থেকে ২০ মিনিট দেরি তো কিছুই না। বাস, লঞ্চ সবকিছুতেই এই দেরি হয়। এমনকি প্লেনেও ২৫-৩০ মিনিট দেরি হয়। সেখানে ট্রেন তো কিছুই না।’

রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ওঠানামা ও রুটিন চেকের কারণে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। এটা বড় রকমের বিলম্ব নয়।

আজ সকাল থেকেই ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ১১ জুলাইয়ের টিকেট দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত