ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম জাকারিয়া (২২)। এ নিয়ে এ ঘটনায় চারজন মারা গেলেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জাকারিয়া মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, জাকারিয়ার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত জাকারিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বরুয়াজানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইনস্টিটিউটে ৫৭ শতাংশ দগ্ধ নিয়ে শরিফুল (২৮) ও ৬০ শতাংশ দগ্ধ সাইফুল (৩০) মারা যান। বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাঁদের সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিহতদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ওই পাঁচজন কারখানাটির ভেতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টার দিকে সেই রুমের পাশে গ্যাসলাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম জাকারিয়া (২২)। এ নিয়ে এ ঘটনায় চারজন মারা গেলেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জাকারিয়া মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, জাকারিয়ার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত জাকারিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বরুয়াজানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইনস্টিটিউটে ৫৭ শতাংশ দগ্ধ নিয়ে শরিফুল (২৮) ও ৬০ শতাংশ দগ্ধ সাইফুল (৩০) মারা যান। বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাঁদের সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিহতদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ওই পাঁচজন কারখানাটির ভেতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টার দিকে সেই রুমের পাশে গ্যাসলাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের কান্দারচর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ দুপুরে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
১ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৫ মিনিট আগে২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
৫ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবছরের মতো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে সরস্বতী পূজা। গত বছরের হিসাবে এবারে তিনটি মণ্ডপ বেড়েছে। এ বছর মোট ৩৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হবে। সেই সঙ্গে পূজা সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে পূজার আয়োজন শেষ করতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ...
৮ মিনিট আগে