Ajker Patrika

আদালত শেষে বাড়ি ফেরার পথে আইনজীবী নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আদালত শেষে বাড়ি ফেরার পথে আইনজীবী নেতা গ্রেপ্তার

আদালত শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৩১ অক্টোবরের একটি মামলায় আজ (সোমবার) তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনপির একটি সূত্র জানায়, বিভিন্ন মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া দলের নেতা–কর্মীদের পক্ষে শুনানি করছিলেন প্রবীণ এই আইনজীবী। আজ সোমবার শুনানি শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাডভোকেট জাকির সাহেবের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, ওয়ারেন্ট ছিল না। তারপরেও তাকে টার্গেট করে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ দুপুরে আদালতের কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা–কর্মীদের পক্ষে আইনি লড়াই চালাচ্ছিলেন তিনি। সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত