Ajker Patrika

সাংবাদিকের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সাংবাদিকের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করেছেন সাংবাদিকেরা। আজ রোববার বিকেল ৬টায় সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা এ মৌন মিছিলের আয়োজন করে।

জানা যায়, গতকাল শনিবার ‘শিক্ষকদের টাকায় সংবর্ধনা’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক সংবাদে বলা হয়—টাঙ্গাইলের সখীপুরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তিতে বিশেষ ভূমিকা রাখার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা টাঙ্গাইল–৮ আসনের সংসদকে গণসংবর্ধনা দিচ্ছেন। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সংবর্ধনা দিচ্ছেন না, বরং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। আরও বলা হয়, গণসংবর্ধনার খরচ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নিজেরাই চাঁদা তুলে বহন করছেন।

এ প্রতিবেদন প্রকাশের পর ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও স্থানীয় আওয়ামী, যুবলীগ নেতারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তাঁরা প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুতুল পোড়ান।

পরে এই ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সখীপুর প্রেসক্লাবে জরুরি সভার আয়োজন করেন সাংবাদিকেরা। সভায় প্রেসক্লাব সভাপতির কুশপুতুল পোড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করা হয়। মিছিলটি সখীপুর প্রেসক্লাব থেকে বের হয়ে মোখতার ফোয়ারা চত্বর ও থানা গেট প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত