Ajker Patrika

জাজিরায় মুহুর্মুহু বোমা: পুলিশের মামলা, ইউপি চেয়ারম্যানসহ ৮ জন গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি
কুদ্দুস ব্যাপারী। ছবি: সংগৃহীত
কুদ্দুস ব্যাপারী। ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারের জেরে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণ মামলার প্রধান আসামি কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুসকে (৫৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। আজ রোববার রাজধানীর শাজাহানপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় ৮৮ জনকে আসামি করা হয়েছে এবং এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার কুদ্দুস ব্যাপারী বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত ৫ আগস্ট সরকার পতনের পর যৌথ বাহিনীর অভিযানে কুদ্দুস ব্যাপারী গ্রেপ্তার হন। কয়েক মাস কারাভোগের পর কিছু দিন আগে জামিনে মুক্তি পান তিনি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিলাসপুরে দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণের ঘটনায় ৮৮ জনকে আসামি করে আজ পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

ইতিমধ্যে মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তারের খবর পেয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার উপজেলার দূর্বাডাঙ্গা এলাকায় ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষকালে হাতবোমা বিস্ফোরণে উড়ছে ধোঁয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে মুহুর্মুহু হাতবোমা নিক্ষেপ করে। বোমার শব্দে কেঁপে ওঠে পুরো বিলাসপুর এলাকা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে এক তরুণের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। অপর এক ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।

এদিকে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে দুই পক্ষের লোকজনের মুখোমুখি অবস্থান। সেখানে অনেককে হাতে বালতি, হাতবোমা ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা গেছে।

কেউ কেউ বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করছেন। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে। ভিডিওতে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত