Ajker Patrika

শরীয়তপুরে পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১, তিন ম্যাজিস্ট্রেটসহ আহত ১০ 

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৯: ০৪
শরীয়তপুরে পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১, তিন ম্যাজিস্ট্রেটসহ আহত ১০ 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে মোক্তার হোসেন গাজী (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। স্পিডভোট দুটির একটিতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটরাও ছিলেন। দুর্ঘটনায় তিনজন ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন ১০ জন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে কাঁচিকাটা-দুলারচর মাঝামাঝি পদ্মা নদীতে দুর্ঘটনাটি ঘটে। 

শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোক্তার হোসেন গাজী ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মোহাম্মদ বাচ্চুর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। 

আহতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস অ্যান্ড স্টেশনারি এবং প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটের চালকের সহকারী মো. সাইফুলের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ্মার নদীর ওপারের চরে ৭টি কেন্দ্র রয়েছে। সেখানে দায়িত্ব পালন করতে তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছিলেন। রাতে ফেরার পথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজন ম্যাজিস্ট্রেটসহ স্পিডবোটে থাকা ৯ জন আহত হন। অপর স্পিডবোটে থাকা একজন নিহত ও একজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত