সাখাওয়াত ফাহাদ, ঢাকা
রাত পোহালেই ঈদ। কাজ শেষে প্রিয়জনদের জন্য সাধ্যমতো কেনাকাটা করে বা না করেই শেষ মুহূর্তে নাড়ির টানে ছুটছেন নগরীর নিম্ন আয়ের মানুষেরা। আজ সোমবার সকাল থেকেই বাস, লঞ্চের মতো ভিড় ছিল কমলাপুর রেলস্টেশনেও। কিন্তু অধিকাংশ যাত্রীই সিট না পেয়ে ক্ষোভ জানাচ্ছেন। যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেনের পাঁচটি টিকিট নিলে পাওয়া যাচ্ছে একটি সিট!
আজ দুপুর থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, গতকাল রোববারের চাইতে যাত্রীদের চাপ একটু বেড়েছে। ঈদের পরে বাড়ি যাওয়ার জন্য আন্তনগর টিকিট কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের লম্বা লাইন। সেখানে ঠিকমতো টিকিট ও সিট মিলছে। তবে ঈদের আগের দিন রেল স্টেশনে এসে বিপাকে পড়েছেন রাজধানীর নিম্নবিত্তরা। লোকাল ট্রেনগুলোর কাউন্টারে যাত্রীদের হুড়োহুড়ি। সেখানে টিকিট পাওয়া গেলেও পাওয়া সিট সোনার হরিণ!
জামালপুরের যাত্রী সিলভিয়া খাতুন বলেন, ‘বাচ্চা-বড়সহ আমরা আটজন। পাঁচটা টিকিট নিছি। সিট দিছে একটা। একটা সিট নিয়া এখন আমরা ক্যামনে যামু?’
ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী ইকবাল হাসান বলেন, ‘ভোর সাড়ে ৪টায় ট্রেন। ২টায় টিকিট কাটতে আসছি, তাও নাকি সিট নাই। বলতেছে, ১১টায়ই সব সিট শেষ। বাসের ভাড়াও বাড়তি রাখতেছে। দাঁড়ায়াই যাইতে হইবো।’ ময়মনসিংহের আরেক যাত্রী ইউসুফ মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘এরা এমনই করে। সিট একটা দিয়া পাঁচটা টিকিট বেচে। এগো কারণেই ট্রেনের ছাদ ভর্তি মানুষ হয়।’
আগামীকাল ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তনগর ট্রেন। লোকাল ট্রেন নির্দিষ্ট সময়ে চলবে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা।
কমলাপুর রেল স্টেশনের এসব সমস্যা দেখার কেউ নেই। আজ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার কাউকেই তাঁদের কক্ষে পাওয়া যায়নি। কর্মরত কয়েকজনকে জিজ্ঞেস করা হলে তাঁরাও কোনো সদুত্তর দিতে পারেননি। স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের দুটি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
রাত পোহালেই ঈদ। কাজ শেষে প্রিয়জনদের জন্য সাধ্যমতো কেনাকাটা করে বা না করেই শেষ মুহূর্তে নাড়ির টানে ছুটছেন নগরীর নিম্ন আয়ের মানুষেরা। আজ সোমবার সকাল থেকেই বাস, লঞ্চের মতো ভিড় ছিল কমলাপুর রেলস্টেশনেও। কিন্তু অধিকাংশ যাত্রীই সিট না পেয়ে ক্ষোভ জানাচ্ছেন। যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেনের পাঁচটি টিকিট নিলে পাওয়া যাচ্ছে একটি সিট!
আজ দুপুর থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, গতকাল রোববারের চাইতে যাত্রীদের চাপ একটু বেড়েছে। ঈদের পরে বাড়ি যাওয়ার জন্য আন্তনগর টিকিট কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের লম্বা লাইন। সেখানে ঠিকমতো টিকিট ও সিট মিলছে। তবে ঈদের আগের দিন রেল স্টেশনে এসে বিপাকে পড়েছেন রাজধানীর নিম্নবিত্তরা। লোকাল ট্রেনগুলোর কাউন্টারে যাত্রীদের হুড়োহুড়ি। সেখানে টিকিট পাওয়া গেলেও পাওয়া সিট সোনার হরিণ!
জামালপুরের যাত্রী সিলভিয়া খাতুন বলেন, ‘বাচ্চা-বড়সহ আমরা আটজন। পাঁচটা টিকিট নিছি। সিট দিছে একটা। একটা সিট নিয়া এখন আমরা ক্যামনে যামু?’
ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী ইকবাল হাসান বলেন, ‘ভোর সাড়ে ৪টায় ট্রেন। ২টায় টিকিট কাটতে আসছি, তাও নাকি সিট নাই। বলতেছে, ১১টায়ই সব সিট শেষ। বাসের ভাড়াও বাড়তি রাখতেছে। দাঁড়ায়াই যাইতে হইবো।’ ময়মনসিংহের আরেক যাত্রী ইউসুফ মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘এরা এমনই করে। সিট একটা দিয়া পাঁচটা টিকিট বেচে। এগো কারণেই ট্রেনের ছাদ ভর্তি মানুষ হয়।’
আগামীকাল ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তনগর ট্রেন। লোকাল ট্রেন নির্দিষ্ট সময়ে চলবে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা।
কমলাপুর রেল স্টেশনের এসব সমস্যা দেখার কেউ নেই। আজ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার কাউকেই তাঁদের কক্ষে পাওয়া যায়নি। কর্মরত কয়েকজনকে জিজ্ঞেস করা হলে তাঁরাও কোনো সদুত্তর দিতে পারেননি। স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের দুটি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৩ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
৪ ঘণ্টা আগে