Ajker Patrika

দেশে প্রথমবারের মতো হলো লন্ডন কোর রিভিউ কোর্স 

দেশে প্রথমবারের মতো হলো লন্ডন কোর রিভিউ কোর্স 

পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪ এর সৌজন্যে বাংলাদেশের কার্ডিয়াক সার্জনরা ‘লন্ডন কোর রিভিউ কোর্সের’ সুযোগ পেয়েছেন। হাতে-কলমে শেখার পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাকাল্টির সঙ্গে সরিসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। 

প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া আয়োজিত ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’ এর সম্মেলনের তৃতীয় দিনে লন্ডন কোর রিভিউ সেশন শেষে এসব কথা বলেন পিএইচএর ফেলো ট্রাস্টি এবং কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন ডা. ফরিদ। 

তিনি বলেন, এই অধিবেশনটি শুধু শিক্ষাদানের একটি প্ল্যাটফর্ম ছিল না বরং বাংলাদেশি সার্জনদের আর্থিক এবং কারিগরি সীমাবদ্ধতা অতিক্রমের উপায় সহায়ক ভূমিকা পালন করবে। 

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে লন্ডন কোর রিভিউ কোর্স। পিএইচএ সম্মেলনের অংশ হিসেবে কার্ডিয়াক সার্জিক্যাল সোসাইটি অফ পিএইচএ এ কোর্সের আয়োজন করে। এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটি কোর্স, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ২০ বছরেরও বেশি সময় ধরে চলছে। কোর্সটি ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। 

আজ মঙ্গলবার কোর্স পরিচালকদের মধ্যে ছিলেন লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জন ড. আজিজ মোমিন, যুক্তরাজ্যের উটাহ অঙ্গরাজ্যের কার্ডিওভাসকুলার সার্জন ডা. জন ডটি, কেমব্রিজের কার্ডিয়াক কনসালটেন্ট ডা. শাকিল ফরিদ (ট্রাস্টি, পিএইচএ), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন অধ্যাপক ডেভিড ট্যাগগার্ট, দ্য সোসাইটি ফর কার্ডিওথোরাসিক সার্জারি অফ গ্রেট ব্রিটেনের অধ্যাপক ড. গ্যাব্রিন আল খাউরি, যুক্তরাজ্যের থোরাসিক সার্জন কনসালটেন্ট ড. আলী জমির খান, উটাহের ইন্টারমাউন্টেন মেডিকেল সেন্টারের কার্ডিওভাসকুলার এবং থোরাসিক সার্জন ডা. লি ম্যাকক্যান। 

এ ছাড়া পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪ এর তৃতীয় দিনে ক্রিটিক্যাল কেয়ার ইন অবসটেট্রিকস, সিস্টেমেটিক রিভিউ অফ মেডিকেল লিটারেচার বিষয়ক কোর্সসমূহ অনুষ্ঠিত হয়। 

আগামী ২২ ও ২৩ ফেব্রয়ারি ইন্টারন্যাশনাল করফারেন্স অন প্রেডিয়াট্রিকস, মেকানিক্যাল ভেন্টিলেশন, হোমোডায়ালিস কোর্স, গ্যাস্ট্রোএন্টারোলজি ফরগাট এবং পেলভিক মোটিলিটি, ব্রেস্টক্যান্সার প্রিসেটরসিপ ফর ইয়াং অনকোলজিস্ট, কোর্স অন কউিনিকেশন স্কিল নিউরোরেডিওলোজি ওয়ার্কশপ, স্টাটিজিক কোর্স, মাস্টারক্লাস ইন লিভার ট্রান্সপ্লান্ট, আইআর ট্রোন্সপ্লান্ট হেপাটোলজি, ইনাগুরেশন কোর্স অনুষ্ঠিত হবে। 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব কোর্সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন। এই সেশনে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম জানান, নয় দিনের এই সম্মেলনে দুই হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিক্যাল শিক্ষাথী অংশ নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত