নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল ও পুলিশের বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাভারে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায়। এদিন পুলিশের গুলিতে মারা যান মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র ইয়ামিন (২২)। পরদিন ১৯ জুলাই পৌর এলাকার রেডিও কলোনিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরও একজন।
২০ জুলাই সাভার বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। গত ২১ জুলাই মারা যান দুজন। ২৩ জুলাই গুলিবিদ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে সাভারে ১০ জন মারা যান। তাঁদের মধ্যে দুজন ছাত্র। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘২৩ জুলাইয়ের পর গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৩ জন। এ ছাড়া গত সোমবার হাসপাতালে আনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশীদ বলেন, ‘গত সোমবার আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ ৩৩ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।’
আশুলিয়া গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ক গোলাম রহমান শাহজাহান বলেন, ‘আমাদের হাসপাতালে গত সোমবার গুলিবিদ্ধ ৭০ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই ৯ জন মারা যান।’
এ ছাড়া গত সোমবার আশুলিয়া থানার সামনে আগুনে পোড়া একটি লেগুনার ভেতরে দুজনের দগ্ধ লাশ এবং থানার ভেতরে আরও একজনের পুড়ে যাওয়া লাশ পড়ে থাকতে দেখা যায়। থানার পাশে পদচারী সেতুতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল আরও দুজনের লাশ।
আশুলিয়া থানা ও থানার পাশে পড়ে থাকা পাঁচটি লাশের মধ্যে তিনটি লাশ পুলিশের বলে দাবি করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল ও পুলিশের বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাভারে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায়। এদিন পুলিশের গুলিতে মারা যান মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র ইয়ামিন (২২)। পরদিন ১৯ জুলাই পৌর এলাকার রেডিও কলোনিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরও একজন।
২০ জুলাই সাভার বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। গত ২১ জুলাই মারা যান দুজন। ২৩ জুলাই গুলিবিদ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে সাভারে ১০ জন মারা যান। তাঁদের মধ্যে দুজন ছাত্র। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘২৩ জুলাইয়ের পর গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৩ জন। এ ছাড়া গত সোমবার হাসপাতালে আনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশীদ বলেন, ‘গত সোমবার আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ ৩৩ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।’
আশুলিয়া গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ক গোলাম রহমান শাহজাহান বলেন, ‘আমাদের হাসপাতালে গত সোমবার গুলিবিদ্ধ ৭০ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই ৯ জন মারা যান।’
এ ছাড়া গত সোমবার আশুলিয়া থানার সামনে আগুনে পোড়া একটি লেগুনার ভেতরে দুজনের দগ্ধ লাশ এবং থানার ভেতরে আরও একজনের পুড়ে যাওয়া লাশ পড়ে থাকতে দেখা যায়। থানার পাশে পদচারী সেতুতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল আরও দুজনের লাশ।
আশুলিয়া থানা ও থানার পাশে পড়ে থাকা পাঁচটি লাশের মধ্যে তিনটি লাশ পুলিশের বলে দাবি করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
১৬ মিনিট আগেরাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
২৩ মিনিট আগেজাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।
২৪ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী এক বাস উল্টে গেছে। এতে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে