নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল ও পুলিশের বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাভারে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায়। এদিন পুলিশের গুলিতে মারা যান মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র ইয়ামিন (২২)। পরদিন ১৯ জুলাই পৌর এলাকার রেডিও কলোনিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরও একজন।
২০ জুলাই সাভার বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। গত ২১ জুলাই মারা যান দুজন। ২৩ জুলাই গুলিবিদ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে সাভারে ১০ জন মারা যান। তাঁদের মধ্যে দুজন ছাত্র। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘২৩ জুলাইয়ের পর গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৩ জন। এ ছাড়া গত সোমবার হাসপাতালে আনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশীদ বলেন, ‘গত সোমবার আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ ৩৩ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।’
আশুলিয়া গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ক গোলাম রহমান শাহজাহান বলেন, ‘আমাদের হাসপাতালে গত সোমবার গুলিবিদ্ধ ৭০ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই ৯ জন মারা যান।’
এ ছাড়া গত সোমবার আশুলিয়া থানার সামনে আগুনে পোড়া একটি লেগুনার ভেতরে দুজনের দগ্ধ লাশ এবং থানার ভেতরে আরও একজনের পুড়ে যাওয়া লাশ পড়ে থাকতে দেখা যায়। থানার পাশে পদচারী সেতুতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল আরও দুজনের লাশ।
আশুলিয়া থানা ও থানার পাশে পড়ে থাকা পাঁচটি লাশের মধ্যে তিনটি লাশ পুলিশের বলে দাবি করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল ও পুলিশের বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাভারে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায়। এদিন পুলিশের গুলিতে মারা যান মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র ইয়ামিন (২২)। পরদিন ১৯ জুলাই পৌর এলাকার রেডিও কলোনিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরও একজন।
২০ জুলাই সাভার বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। গত ২১ জুলাই মারা যান দুজন। ২৩ জুলাই গুলিবিদ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে সাভারে ১০ জন মারা যান। তাঁদের মধ্যে দুজন ছাত্র। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘২৩ জুলাইয়ের পর গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৩ জন। এ ছাড়া গত সোমবার হাসপাতালে আনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর-রশীদ বলেন, ‘গত সোমবার আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ ৩৩ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।’
আশুলিয়া গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ক গোলাম রহমান শাহজাহান বলেন, ‘আমাদের হাসপাতালে গত সোমবার গুলিবিদ্ধ ৭০ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ওই দিনই ৯ জন মারা যান।’
এ ছাড়া গত সোমবার আশুলিয়া থানার সামনে আগুনে পোড়া একটি লেগুনার ভেতরে দুজনের দগ্ধ লাশ এবং থানার ভেতরে আরও একজনের পুড়ে যাওয়া লাশ পড়ে থাকতে দেখা যায়। থানার পাশে পদচারী সেতুতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল আরও দুজনের লাশ।
আশুলিয়া থানা ও থানার পাশে পড়ে থাকা পাঁচটি লাশের মধ্যে তিনটি লাশ পুলিশের বলে দাবি করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মেহেনাজ আক্তার হুমায়রা মারা গেছে। হুমায়রা টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া এলাকার দেলোয়ার হোসেন রানার একমাত্র মেয়ে।
১৮ মিনিট আগেশরীয়তপুরে ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে টুটুল খান (১৪) নামের এক কিশোর গ্রিলমিস্ত্রি মারা গেছে। আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজগঞ্জ বাজারের তারা মিয়া মল্লিকের ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগত বছর জুলাই আন্দোলন চলাকালে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল ছোট মেয়ে নাঈমা সুলতানা। সেই ঘটনার এক বছর পর বড় মেয়ে তাসপিয়া সুলতানাও আজ অসুস্থ, মূর্ছা যাচ্ছে বারবার। দুই মেয়েই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগেখুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার রাত ১০টার দিকে নগরীর নিরালা কাঁচাবাজারের পাশে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে