কক্সবাজার প্রতিনিধি
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলারসহ ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’–এর সদস্যরা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাঁদের আটক করেন। গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে মাছ ধরার ট্রলারে করে বিপুলসংখ্যক রোহিঙ্গার সাগরপথে মালয়েশিয়া যাওয়ার তথ্য পায় নৌবাহিনী। পরে নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকায় ‘এফভি কুলসুমা’ নামের মাছ ধরার একটি ট্রলারের গতিরোধ করে। ট্রলারটি থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮টি শিশু রয়েছে। আটক রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয়শিবিরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছেন, ট্রলারটি গতকাল ভোররাতের দিকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। মানব পাচারকারী চক্র সাগরপথে এসব রোহিঙ্গাকে মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।
নৌবাহিনী জানিয়েছে, ট্রলারটিতে ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষাব্যবস্থা ছাড়া সাগরপথে যাত্রা শুরু করে; যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেন্ট মার্টিন দ্বীপের কোস্ট গার্ডের স্টেশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলারসহ ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’–এর সদস্যরা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকা থেকে তাঁদের আটক করেন। গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে মাছ ধরার ট্রলারে করে বিপুলসংখ্যক রোহিঙ্গার সাগরপথে মালয়েশিয়া যাওয়ার তথ্য পায় নৌবাহিনী। পরে নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলাকায় ‘এফভি কুলসুমা’ নামের মাছ ধরার একটি ট্রলারের গতিরোধ করে। ট্রলারটি থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮টি শিশু রয়েছে। আটক রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয়শিবিরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছেন, ট্রলারটি গতকাল ভোররাতের দিকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। মানব পাচারকারী চক্র সাগরপথে এসব রোহিঙ্গাকে মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।
নৌবাহিনী জানিয়েছে, ট্রলারটিতে ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষাব্যবস্থা ছাড়া সাগরপথে যাত্রা শুরু করে; যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেন্ট মার্টিন দ্বীপের কোস্ট গার্ডের স্টেশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেনের ইঞ্জিন থেকে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছে। অভিযোগ রয়েছে, চোর চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় যুবদল নেতা সোহরাব হোসেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীর ১৫টি হাটবাজার থেকে গতবারের চেয়ে কয়েক গুণ বেশি খাজনা আদায়ের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে। এতে সব কটি বাজারে অসন্তোষ দেখা দিয়েছে। বাড়তি খাজনার কারণে পণ্যের দামও বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।
৩ ঘণ্টা আগেকুড়িগ্রামের উলিপুরে এক পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গ্রামীণ সড়কের গাইডওয়াল খুলে নিজ বাড়ির পুকুরে ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
৪ ঘণ্টা আগেদেশে পেঁয়াজের সবচেয়ে বড় সংগ্রহ হয় হালি পেঁয়াজ থেকে। এই পেঁয়াজের আবাদ হয় ডিসেম্বর-জানুয়ারিতে আর খেত থেকে তোলা হয় মার্চ-এপ্রিলে। সেই হিসেবে হালি পেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে