রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন। সবাই সবজি বিক্রেতা ছিলেন বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে মো. ফারুক মিয়া (৫০), মাহমুদাবাদ মিস্ত্রি বাড়ির তারেব মিয়ার ছেলে মাসাকিন (৪৫), মাহমুদাবাদ টানপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৩৫) ও মাহমুদাবাদ এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০), মাহমুদাবাদ টানপাড়া সর্দার বাড়ির জনব আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৬৫)। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য পাঠান। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানান পুলিশ।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সবজির হাট বসেছিল। আজ ভোরে ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকা মুখী জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। এসময় রাস্তার পাশে থাকা সবজির হাটে ঢুকে পড়ে কাভার্ডভ্যানটি। এতে সবজি বাজারে থাকা দুজন বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজিজুল হক বলেন, দু’টি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। আমরা ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় খবর পেয়ে ঘটনাস্থল এসে এখান থেকে দু’টি মরদেহ উদ্ধার করি। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় ভৈরব পাঠাই। খবর পেলাম ওই লোকও নেওয়ার পথে মারা গেছেন।
ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে, আইনি কার্যক্রম চলছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পাড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। আমরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। বর্তমানে স্বাভাবিক রয়েছে।
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন। সবাই সবজি বিক্রেতা ছিলেন বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে মো. ফারুক মিয়া (৫০), মাহমুদাবাদ মিস্ত্রি বাড়ির তারেব মিয়ার ছেলে মাসাকিন (৪৫), মাহমুদাবাদ টানপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে মো. রিপন মিয়া (৩৫) ও মাহমুদাবাদ এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০), মাহমুদাবাদ টানপাড়া সর্দার বাড়ির জনব আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৬৫)। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য পাঠান। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানান পুলিশ।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সবজির হাট বসেছিল। আজ ভোরে ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকা মুখী জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। এসময় রাস্তার পাশে থাকা সবজির হাটে ঢুকে পড়ে কাভার্ডভ্যানটি। এতে সবজি বাজারে থাকা দুজন বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজিজুল হক বলেন, দু’টি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। আমরা ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় খবর পেয়ে ঘটনাস্থল এসে এখান থেকে দু’টি মরদেহ উদ্ধার করি। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় ভৈরব পাঠাই। খবর পেলাম ওই লোকও নেওয়ার পথে মারা গেছেন।
ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে, আইনি কার্যক্রম চলছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পাড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। আমরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। বর্তমানে স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতা–কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৬ মিনিট আগে