Ajker Patrika

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে মাহবুব আলমের যোগদান

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭: ৫৩
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে মাহবুব আলমের যোগদান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। আজ মঙ্গলবার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

মো. মাহবুব আলম ১৯৭৩ সালে কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

প্রায় ২৪ বছরের চাকরি জীবনে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মাহবুব আলম। সাহসী ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুইবার প্রেসিডেন্ট পুলিশ পদক ‘পিপিএম’, একবার বাংলাদেশ পুলিশ মেডেল ‘বিপিএম’ এবং একবার আইজিপি ব্যাজ পদক পেয়েছেন।

মাহবুব আলম আর্মড পুলিশ ব্যাটালিয়নে ডিআইজি (অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত