নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার দেওয়া হচ্ছে আগামী ৭ জুলাইয়ের অগ্রিম টিকিট। বেশির ভাগ যাত্রীদের এই দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। গত দুই দিনের তুলনায় আজ কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। তবে যাত্রীরা কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন।
সরেজমিন কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, সকাল আটটা থেকে স্টেশনের কাউন্টার এবং অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট নিতে কেউ গত রাত থেকে আবার কেউবা ভোর থেকে কাউন্টারের সামনে লাইন ধরেছেন। তবে শেষ পর্যন্ত টিকিট পাবেন কিনা তা নিয়েও তাদের মধ্যে রয়েছে শঙ্কা। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় অনলাইনেও টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ফলে সব যাত্রী অনলাইনে গিয়েও টিকিট পাচ্ছেন না।
উত্তরাঞ্চলের লালমনি এক্সপ্রেসের টিকিট কাটার জন্য আজ ভোরবেলায় কমলাপুর রেলস্টেশনে এসেছেন আজিজ বেপারী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৭ জুলাই বৃহস্পতিবার অফিসের কাজ করে রাতেই বাড়ির উদ্দেশ্যে পরিবার নিয়ে রওনা দিতে চাই। তাই ট্রেনের টিকিট কাটতে এসেছি। কিন্তু ভোরবেলা এসে ১৮০ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমার আগে আরও অনেক মানুষ আছে। শেষ পর্যন্ত টিকিট পাব বলে মনে হয় না। লাইনের ২৫-৩০ জন পাওয়ার পরেই টিকিট নাকি শেষ হয়ে যায়। তাহলে এত টিকিট কোথায় যায় সেটা আমরা তো বুঝি না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট যদি না পাই তাহলে বাড়ি যাব কীভাবে।’
গত রাত থেকে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকা সিরাজুল ইসলাম নামের এক যাত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রথমে বাসের অগ্রিম টিকিট কাটার জন্য চেষ্টা করেছি। কিন্তু বাসের সব টিকিট শেষ হয়ে গেছে। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ট্রেনের টিকিট কাটার জন্য এসেছি। ট্রেনের টিকিটের জন্য যুদ্ধ করে লাইনে দাঁড়াতে হয়। ভাগ্যে থাকলে পাওয়া যায়, না থাকলে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের টিকিট পাওয়া লাখ টাকার সমান হয়ে গেছে। আগামী ৭ তারিখের টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।’
টিকিট কাটতে আসা মহিলা যাত্রীরা অভিযোগ করেছেন, মহিলাদের টিকিট দেওয়া হচ্ছে মাত্র দুটি কাউন্টারে। তাছাড়া ছেলেদের লাইনে অনেক দ্রুত টিকিট দেওয়া হচ্ছে কিন্তু মহিলাদের লাইন দ্রুত এগোচ্ছে না। তাই মহিলাদের টিকিট দেওয়ার লাইনের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন মহিলা যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকা বলেন, ‘অন্যান্য দিনের চেয়ে যাত্রীদের টিকিটের চাহিদা আজকে সবচেয়ে বেশি। ৭ তারিখ বৃহস্পতিবার কর্ম দিবসের শেষ দিন ফলে সব মানুষই এই দিনে বাড়ি যেতে চান। সুতরাং সবাই টিকিট পাবেন না।’
এদিকে আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা থেকে অনলাইনে বিক্রি হয়েছে প্রায় ১০ হাজার ৬০০টি টিকিট এবং কাউন্টারে বিক্রি হয়েছে প্রায় ৪ হাজার ৭১১টি টিকিট।
গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার দেওয়া হচ্ছে আগামী ৭ জুলাইয়ের অগ্রিম টিকিট। বেশির ভাগ যাত্রীদের এই দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। গত দুই দিনের তুলনায় আজ কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি। তবে যাত্রীরা কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন।
সরেজমিন কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, সকাল আটটা থেকে স্টেশনের কাউন্টার এবং অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট নিতে কেউ গত রাত থেকে আবার কেউবা ভোর থেকে কাউন্টারের সামনে লাইন ধরেছেন। তবে শেষ পর্যন্ত টিকিট পাবেন কিনা তা নিয়েও তাদের মধ্যে রয়েছে শঙ্কা। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় অনলাইনেও টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ফলে সব যাত্রী অনলাইনে গিয়েও টিকিট পাচ্ছেন না।
উত্তরাঞ্চলের লালমনি এক্সপ্রেসের টিকিট কাটার জন্য আজ ভোরবেলায় কমলাপুর রেলস্টেশনে এসেছেন আজিজ বেপারী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৭ জুলাই বৃহস্পতিবার অফিসের কাজ করে রাতেই বাড়ির উদ্দেশ্যে পরিবার নিয়ে রওনা দিতে চাই। তাই ট্রেনের টিকিট কাটতে এসেছি। কিন্তু ভোরবেলা এসে ১৮০ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমার আগে আরও অনেক মানুষ আছে। শেষ পর্যন্ত টিকিট পাব বলে মনে হয় না। লাইনের ২৫-৩০ জন পাওয়ার পরেই টিকিট নাকি শেষ হয়ে যায়। তাহলে এত টিকিট কোথায় যায় সেটা আমরা তো বুঝি না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট যদি না পাই তাহলে বাড়ি যাব কীভাবে।’
গত রাত থেকে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকা সিরাজুল ইসলাম নামের এক যাত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রথমে বাসের অগ্রিম টিকিট কাটার জন্য চেষ্টা করেছি। কিন্তু বাসের সব টিকিট শেষ হয়ে গেছে। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ট্রেনের টিকিট কাটার জন্য এসেছি। ট্রেনের টিকিটের জন্য যুদ্ধ করে লাইনে দাঁড়াতে হয়। ভাগ্যে থাকলে পাওয়া যায়, না থাকলে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের টিকিট পাওয়া লাখ টাকার সমান হয়ে গেছে। আগামী ৭ তারিখের টিকিট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।’
টিকিট কাটতে আসা মহিলা যাত্রীরা অভিযোগ করেছেন, মহিলাদের টিকিট দেওয়া হচ্ছে মাত্র দুটি কাউন্টারে। তাছাড়া ছেলেদের লাইনে অনেক দ্রুত টিকিট দেওয়া হচ্ছে কিন্তু মহিলাদের লাইন দ্রুত এগোচ্ছে না। তাই মহিলাদের টিকিট দেওয়ার লাইনের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন মহিলা যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকা বলেন, ‘অন্যান্য দিনের চেয়ে যাত্রীদের টিকিটের চাহিদা আজকে সবচেয়ে বেশি। ৭ তারিখ বৃহস্পতিবার কর্ম দিবসের শেষ দিন ফলে সব মানুষই এই দিনে বাড়ি যেতে চান। সুতরাং সবাই টিকিট পাবেন না।’
এদিকে আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা থেকে অনলাইনে বিক্রি হয়েছে প্রায় ১০ হাজার ৬০০টি টিকিট এবং কাউন্টারে বিক্রি হয়েছে প্রায় ৪ হাজার ৭১১টি টিকিট।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৩ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৩ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৪ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৪ ঘণ্টা আগে