ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে নৌকার কর্মী ও বিএনপি নেতা এবং চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীর মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতটি মোটরসাইকেলসহ নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচ কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই প্রার্থী একে অপরকে দায়ী করে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া বাজার ও বগাজান এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা ও চশমা প্রতীকের প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সাত-আটটি মোটরসাইকেল এবং নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার মো. শাহজাহান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী শফিউর রহমান মুক্তারের কর্মীরা বগাজান এলাকায় আমার নির্বাচনী অফিস এবং খায়েরপাড়া বাজারে সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলার ঘটনায় আমার চারজন কর্মী আহত হয়েছে।’
চশমা প্রতীকের প্রার্থী শফিউর রহমান মুক্তার বলেন, ‘শুরু থেকেই নৌকার প্রার্থী আমার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রচারকাজে বাধা দিচ্ছে। শুক্রবার নৌকার কর্মীরা খায়েরপাড়া বাজারে আমার কর্মীদের ওপর হামলা চালালে এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’
ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসন যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবে না।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে নৌকার কর্মী ও বিএনপি নেতা এবং চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীর মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের সাতটি মোটরসাইকেলসহ নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচ কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই প্রার্থী একে অপরকে দায়ী করে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া বাজার ও বগাজান এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা ও চশমা প্রতীকের প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সাত-আটটি মোটরসাইকেল এবং নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার মো. শাহজাহান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী শফিউর রহমান মুক্তারের কর্মীরা বগাজান এলাকায় আমার নির্বাচনী অফিস এবং খায়েরপাড়া বাজারে সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলার ঘটনায় আমার চারজন কর্মী আহত হয়েছে।’
চশমা প্রতীকের প্রার্থী শফিউর রহমান মুক্তার বলেন, ‘শুরু থেকেই নৌকার প্রার্থী আমার কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রচারকাজে বাধা দিচ্ছে। শুক্রবার নৌকার কর্মীরা খায়েরপাড়া বাজারে আমার কর্মীদের ওপর হামলা চালালে এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’
ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসন যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবে না।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
৬ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৬ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৬ ঘণ্টা আগে