Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুর, বিএনপির ৪৮ জনকে আসামি করে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুর, বিএনপির ৪৮ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ৪৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 
  
এর আগে গতকাল সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি করেন। 

মামলায় নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লোগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তাঁরা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। 

মামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় নাশকতা মামলা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত