Ajker Patrika

টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, বিষ পানে যুবকের আত্মহত্যা: পুলিশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, বিষ পানে যুবকের আত্মহত্যা: পুলিশ

৮ বছরের সংসারে সম্প্রতি টিকটকে আসক্ত হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্ব। স্ত্রী টিকটক করা থেকে বিরত থাকতে বলেন স্বামী মো. জাকির হোসেন (২৫)। এ নিয়ে স্বামীর ওপর রাগ করে বাবার বাড়ি চলে যান স্ত্রী আঁখি। স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গেলে ফিরিয়ে দেন স্ত্রী। এরপর বিষ পান করে স্ত্রীর হাতে আগরবাতি, মোমবাতি ও মিষ্টি দিয়ে আত্মহত্যা করেন জাকির। 

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের মধ্যম সালুয়া গ্রামে জাকিরের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষ পান করে জাকির আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। 

জাকির হোসেন উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের গোবরিয়া গ্রামের মো. সুলেমান মিয়ার ছেলে। অন্যদিকে তাঁর স্ত্রী আঁখি মধ্য সালুয়া গ্রামের আক্কাস মিয়ার বড় মেয়ে। 

প্রতিবেশী ও স্বজনেরা জানান, ৮ বছর আগে পারিবারিকভাবে আঁখির সঙ্গে গোবরিয়া গ্রামের জাকিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসার ভালো চললেও, সম্প্রতি টিকটকে আসক্ত হয়ে পড়েন স্ত্রী। ফলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। স্বামী নিষেধ করার পরেও টিকটি করতে থাকেন স্ত্রী। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে বাবার বাড়ি মধ্য সালুয়া গ্রামে চলে যান আঁখি। 

গতকাল মঙ্গলবার জাকির স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান। কিন্তু স্ত্রী স্বামীর বাড়ি আসতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় পর জাকির বাজারে গিয়ে বিষ কিনে পান করে স্ত্রীর হাতে আগরবাতি, মোমবাতি ও মিষ্টি দিয়ে বলেন, ‘এগুলো রাখ, একটু পর কাজে লাগবে।’ 

এর কিছুক্ষণ পর জাকির বমি করতে শুরু করের। দুর্গন্ধ পেয়ে বিষপানের ধারণা থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া পরামর্শ দেন চিকিৎসক। পরে সেখান থেকে ঢাকা না নিয়ে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় সরেজমিনে গিয়ে আঁখির বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। 

জানতে চাইলে আঁখির মামাতো বোন জুলেখা বেগম বলেন, ‘আসলে টিকটক নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে অমিল ছিল। ঘটনার দিন সন্ধ্যার আগে বাজার থেকে মিষ্টিসহ আগরবাতি-মোমবাতি নিয়ে আসে জাকির। এরপর সেগুলো আঁখির হাতে দিয়ে বলে, ‘‘এগুলা রাখ, একটু পরে কাজে লাগবে।’ ’ তখন কেউ বুজতে পারেনি জাকির বিষ খাইছে। যখন একটু পরে বমি করা শুরু করে এবং বিষের গন্ধ লাগে, তখন সবাই বুঝতে পারে সে বিষ খাইছে। পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।’ 

এ বিষয়ে কুলিয়ারচর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘আসলে জাহিদের স্ত্রী কিছুটা সুন্দরী ছিল। ফলে স্বামী তাকে অনেক ভালোওবাসতো। কিন্তু স্ত্রী টিকটিক করত, বিষয়টি পছন্দ করত না স্বামী জাকির হোসেন। ফলে স্বামীর নিষেধ না মানায় অভিমানে বিষ পানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তা ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত