Ajker Patrika

গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা হবে রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২১: ৩৭
গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা হবে রাজশাহীতে

ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা হবে রাজশাহীতে। আগামীকাল শনিবার সকালে রাজশাহী শহরে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। 

আজ রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আইনজীবী সৈয়দ হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ মিনার থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত ছিল। পরে মরদেহ রাজশাহী ও তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নেওয়ার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। ওখান থেকে ফিরিয়ে আনার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’ 

আজ জুমার নামাজ শেষে রাজধানীর মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল ও অনেক আইনজীবী ওই জানাজায় অংশগ্রহণ করেন। পরে বেলা সোয়া ৩টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। 

দ্বিতীয় জানাজার পর কফিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা, প্রসিকিউটররা, তদন্ত সংস্থার কর্মকর্তারা ও বিভিন্ন লিয়াজোঁ অফিসের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর মরদেহ পল্টনে অবস্থিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) অফিস মুক্তি ভবনে নেওয়া হয়। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। রাতেই মরদেহ রাজশাহী নেওয়ার কথা রয়েছে। 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে ২০১০ থেকে দায়িত্ব পালন করছিলেন গোলাম আরিফ। তাঁর জন্ম ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৫২ সালে তাঁর নেতৃত্বেই রাজশাহীতে রাষ্ট্রভাষা আন্দোলন সংঘটিত হয়। ভাষা আন্দোলনে অবদান রাখায় ২০১৯ সালে তিনি রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত