নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্তব্যরত অবস্থায় পিস্তলের গুলিতে নিহত কনস্টেবল আশরাফুজ জামান রনি ‘প্রেমঘটিত বিষণ্নতা থেকে আত্মহত্যা’ করেছেন বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ আজকের পত্রিকাকে এতথ্য জানান।
আত্মহত্যার কারণ নিয়ে জানতে চাইলে মোবাইল ফোনে ডিসি শহিদুল্লাহ বলেন, ‘কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতের বেশিরভাগ সময় তাঁরা মোবাইলে কথা বলেন। সকালে ডিউটিতে আসার আগেও কথা হয় তাদের দুজনের মধ্যে।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের মোবাইল ফোন চেক করে দেখা গেছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে কনস্টেবল রনির প্রেমিকার সঙ্গে কোনো ঝামেলা চলছিল। এ কারণেই তিনি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে এ বিষয়ে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’
কনস্টেবল পিস্তল ব্যবহার করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে ডিসি শহিদুল্লাহ বলেন, চেকপোস্টে যে কনস্টেবলরা ডিউটি করবেন, তাঁরা পিস্তল ব্যবহার করবেন বলে ডিএমপি হেডকোয়ার্টারের সিদ্ধান্ত আছে। এই চর্চা বহু পুরোনো।
নিহত কনস্টেবল আশরাফ উজ জামান রনি (২২) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বনানী ১১ নম্বরে চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকালে স্বাভাবিকভাবে তিনি ডিউটিতে আসেন। সঙ্গে আরও পুলিশ সদস্য ছিল। সকাল ৬টা ৪৯ মিনিটের দিকে চেকপোস্টের পাশেই বাথরুমে যাওয়ার কথা বলেন। পরে নিজের পিস্তল দিয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল রনি।’
নিহত রনির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
কর্তব্যরত অবস্থায় পিস্তলের গুলিতে নিহত কনস্টেবল আশরাফুজ জামান রনি ‘প্রেমঘটিত বিষণ্নতা থেকে আত্মহত্যা’ করেছেন বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ আজকের পত্রিকাকে এতথ্য জানান।
আত্মহত্যার কারণ নিয়ে জানতে চাইলে মোবাইল ফোনে ডিসি শহিদুল্লাহ বলেন, ‘কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতের বেশিরভাগ সময় তাঁরা মোবাইলে কথা বলেন। সকালে ডিউটিতে আসার আগেও কথা হয় তাদের দুজনের মধ্যে।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের মোবাইল ফোন চেক করে দেখা গেছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে কনস্টেবল রনির প্রেমিকার সঙ্গে কোনো ঝামেলা চলছিল। এ কারণেই তিনি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে এ বিষয়ে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’
কনস্টেবল পিস্তল ব্যবহার করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে ডিসি শহিদুল্লাহ বলেন, চেকপোস্টে যে কনস্টেবলরা ডিউটি করবেন, তাঁরা পিস্তল ব্যবহার করবেন বলে ডিএমপি হেডকোয়ার্টারের সিদ্ধান্ত আছে। এই চর্চা বহু পুরোনো।
নিহত কনস্টেবল আশরাফ উজ জামান রনি (২২) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বনানী ১১ নম্বরে চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকালে স্বাভাবিকভাবে তিনি ডিউটিতে আসেন। সঙ্গে আরও পুলিশ সদস্য ছিল। সকাল ৬টা ৪৯ মিনিটের দিকে চেকপোস্টের পাশেই বাথরুমে যাওয়ার কথা বলেন। পরে নিজের পিস্তল দিয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল রনি।’
নিহত রনির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। ভেতর থেকে বের করে আনা হচ্ছে কোমলমতি শিশুদের। তাদের কারও হাত-পা, কারও মুখমণ্ডল, আবার কারও শরীরের অধিকাংশই দগ্ধ। তাদের আর্তনাদ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
২ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনার বাতাস গতকাল দুপুর থেকে ভারী হয়ে ওঠে কান্নায়। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি হায়দার আলী ভবনের প্রধান ফটকে পড়ে বিধ্বস্ত হতেই বেমালুম পাল্টে যায় শিক্ষাঙ্গনের প্রাণচঞ্চল পরিবেশ। বিস্ফোরণের বিকট শব্দে বিমূঢ় হয়ে পড়ে শিক্ষার্থীসহ সবাই। শুরু হয় দৌড়াদৌড়ি, আর্তনাদ।
৮ মিনিট আগেগত বছর জুলাই আন্দোলন চলাকালে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল আইনুন নাহারের ছোট মেয়ে নাঈমা সুলতানা। সেই ঘটনার এক বছর পর বড় মেয়ে তাসপিয়া সুলতানা গতকাল সোমবারে বেঁচে গেল অল্পের জন্য। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমানটি যখন আছড়ে পড়ে, তার কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে...
১৪ মিনিট আগে‘আমাদের ছুটি হয়ে গিয়েছিল। ছুটির পর স্বাভাবিকভাবে আমরা বাসায় চলে আসি। কিন্তু হঠাৎ ভয়ংকর একটি শব্দ হয়। পেছন ফিরে তাকিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। তা-ও আমাদের প্রাইমারি স্কুল সেকশনে। কী ঘটনা হয়েছে, তা জানতে স্বাভাবিকভাবে যাই ওইখানে। পরে দেখি, অনেকে খুব মারাত্মক আহত হয়েছে।
১৮ মিনিট আগে