Ajker Patrika

শ্রীপুরে পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় যুবক আটক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৫৮
শ্রীপুরে পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে আটক করা হয়।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার আনসার রোডের ফজলুল হক মিলিটারির ভাড়াটিয়া পোশাককর্মী রুবেল মিয়া (২৬) তাঁর স্ত্রী মাহমুদা আক্তারকে (২২) পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে ব্যাপক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ রুবেলকে হাসপাতাল থেকে আটক করে। রুবেল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। নিহত মাহমুদা একই গ্রামের মোস্তফার মেয়ে। রুবেল মিয়া ফজলুল হক মিলিটারির বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আটক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত