Ajker Patrika

কিশোর বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

বন্দর প্রতিনিধি
কিশোর বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের বন্দরে ১৫ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে লিটন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাঁকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। 

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে লিটনকে আটক করে স্থানীয় জনতারা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয় ৷ এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃত লিটন মিয়া বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লিটন মিয়া ১৫ বছরের এক কিশোরকে মোবাইলে ভিডিও গেমস খেলার প্রলোভন দেখিয়ে তাঁর নিজ ঘরে ডেকে আনে। পরে ওই ভুক্তভোগীকে জোরপূর্বক নির্যাতন করে লিটন।  ওই সময় কিশোরের চিৎকারের শব্দ পেয়ে কিশোরের মা ও এলাকাবাসী ছুটে আসে। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক মোদাচ্ছের বলেন, অভিযুক্ত লিটনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত