Ajker Patrika

বাসের ধাক্কায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ফেনী প্রতিনিধি
নিহত মহিউদ্দিন তমাল। ছবি: সংগৃহীত
নিহত মহিউদ্দিন তমাল। ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে বাসের ধাক্কায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বন্ধুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন তমাল (২৫) ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবুল কালামের ছেলে। পাঁচ ভাই–বোনের মধ্যে সবার ছোট তমাল ড্যাফোডিলের কম্পিউটার সায়েন্স বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, তমাল বিকেলে মোটরসাইকেলে করে ফেনী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ জানান, তাঁদের এখানে আনার আগেই তমাল মারা যান। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।

তমালের বন্ধু মাহমুদুল হাসান জানান, দুপুরে ফেনী শহরের একাডেমি সড়কে বোনের বাসায় খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার পথে তমাল এই দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত