Ajker Patrika

উত্তরখানে কোরআন নিয়ে কটূক্তির অভিযোগে একজন আটক

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১: ১৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে অমর চান সরকার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উত্তরখান মৈনারটেকের চৌরাবাড়ি (ব্যাঙ্গারবাড়ি) এলাকা থেকে সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ।

আটক হওয়া ওই ব্যক্তি হলেন উত্তরখানের মৈনারটেকের চৌরাবাড়ি এলাকার বজরাজের ছেলে অমর সরকার।

এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে কোরআন নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে অমর চান সরকার নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে কোরআন নিয়ে অমরের বাজে মন্তব্যটি জানাজানি হলে উত্তরখান এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সেই সঙ্গে উত্তেজিত জনতা ওই বাড়ির আশপাশে জড়ো হতে থাকেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে সাদাপোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

এদিকে ঘটনাস্থলে থাকা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন আহমেদ বলেন, কটূক্তি নিয়ে ব্যাঙ্গারবাড়ি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত